খেলা

ইউরোপা লীগে দাঙ্গায় পুলিশ নিহত

স্পোর্টস ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ২:৩০ পূর্বাহ্ন

ইউয়েফা ইউরোপা লীগের রাউন্ড অব ৩২‘র ফিরতি লেগ শুরু হয়েছে গতকাল। এই লেগে মুখোমুখি হয় স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কো। এদিন বিলবাওয়ের মাঠ সান মামেসে ম্যাচটি শুরু হওয়ার আগেই দু’দলের সমর্থকদের মধ্যে দাঙ্গা লেগে যায়। এক পক্ষ অন্য পক্ষকে আগুন ও আতশবাজি চুড়তে থাকে। পরে এক পর্যায়ে মারামরিতে রুপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পরে পাঁচশতাধিক পুলিশ নিয়োগ করা হয়। পরে পুলিশ ৮ জনকে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দু’পক্ষের সংঘর্ষের সময় হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এক পুলিশ সদস্য। বাহিরে সংঘর্ষ চললেও ভিতরে ম্যাচ চলতে কোন সমস্যা হয়নি। এ ম্যাচে স্পার্তাক মস্কো ২-১ গোলে হারায় অ্যাথলেটিক বিলবাওকে। প্রথম লেগে জয় থাকায় ৪-২ অ্যাগ্রিগেটে শেষ ষোল’র টিকিট পায় বিলবাও। এদিন পুলিশ কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিলবাও ক্লাব ও দেশটির প্রধানমন্ত্রী। পরে এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছে ইউয়েফা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status