এক্সক্লুসিভ

অবিশ্বাস্য হলেও সত্যি!

২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:০৫ পূর্বাহ্ন

# অস্ট্রেলিয়ায় মোট ১০ হাজারেরও বেশি সমুদ্র সৈকত রয়েছে। আপনি প্রতিদিন একটি করে ঘুরে দেখলে সবগুলো দেখতে ২৭ বছরেরও বেশি সময় লাগবে।
# স্কটল্যান্ডের জাতীয় পশু ইউনিকর্ন। এটি একটি কল্পিত পশু। বাস্তবে এমন কোনো পশুর অস্তিত্ব নেই।
# বাহামাস এ পিগ বিচ নামের একটি দ্বীপ আছে। যেখানে শুধু শূকর বসবাস করে।
# যুক্তরাষ্ট্রে ২০০২ সালে কুকুরের কামড়ে যে পরিমাণ মানুষ মারা গেছে, গত ১০০ বছরে হাঙ্গরের আক্রমণে তত মানুষ মারা যায়নি।
# ১৯ শতকের গোড়ার দিকে চিংড়ি মাছকে ‘সমুদ্রের তেলাপোকা’ বলে বিবেচনা করা হতো। কেবলমাত্র উদ্বাস্তু এবং ক্রীতদাসরা নিম্নমানের খাদ্য হিসেবে চিংড়ি মাছ খেত।
# অস্ট্রেলিয়ার পশ্চিম উপত্যকার হিলিয়ের লেকের পানির রঙ গোলাপি। এটি পৃথিবীর একমাত্র রঙিন লেক। কেন এর পানির রঙ গোলাপি, বিজ্ঞানীরা তা আজ অবধি খুঁজে বের করতে পারেনি।
# আমাজন নদীর ওপর কোনো সেতু নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status