বাংলারজমিন

জালালের গল্প

মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট (সিলেট) থেকে

২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৮:৪৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের পূর্বাংশের বিস্তৃত বাওন হাওর জুড়ে যেন শীতকালীন শাক-সবজি আর ফসলের অফুরন্ত ভাণ্ডার। সরিষার হলদে মাঠ ভরে গেছে ফুলে ফুলে। বাতাসের সঙ্গে দুলছে মৌ মৌ গন্ধের সরিষা গাছগুলো। পাশের সবক’টি জমিতেই রূপায়িত ফরাস, শসা, মিষ্টি লাউ, শাক-সবজি, ডাটাশাক, টমেটো, কালো বেগুনসহ চির সবুজ শীতকালীন সবজির মাঠ। ফলনও হয়েছে যেন আশানুরূপ। স্থানীয় বাজারের পাশাপাশি সিলেটের সবজি বাজারসমূহে পাইকারি মূল্যে যাচ্ছে এখানকার উৎপাদিত শাক-সবজি। এগল্প গোয়াইনঘাট তথা উত্তর সিলেটের সফল কৃষক জালাল উদ্দিনের। তিনি প্রতি বছরের ন্যায় এবারো পূর্ব জাফলং ইউনিয়নের বাওন হাওরকে শীতকালীন সবজি উৎপাদনের আবাসস্থল হিসেবে নিয়েছেন। তাকে নিয়ে মানবজমিনসহ সহযোগী জাতীয় এবং স্থানীয় দৈনিকে একাধিক খবর প্রকাশ হয়েছে। এবারো তার কৃষি বিপ্লবে দৃষ্টি কাটছে গণমাধ্যমের। সরজমিন শনিবার পূর্ব জাফলং লাখেরপাড় গ্রামের পূর্বাংশে বাওন হাওর এলাকায় গেলে চোখে পড়ে তার কৃষি বিপ্লবের দৃশ্যাবলী। সরজমিনে কথা হলে সফল কৃষক জালাল উদ্দিন জানান, ছোট বেলা থেকেই বাবা এবং বড় ভাইদের হাত ধরে কৃষিতে আমার হাতে খড়ি। চেষ্টা করি পতিত জমিতে ফসল ফলিয়ে নিজের বেকারত্ব ঘোচানোর পাশাপাশি আয়-রোজগারের। এবার ৫০ বিঘা জমিতে ফরাস, ৪ বিঘা জমিতে শসা, ৯ বিঘা জমিতে সরিষা, ১ বিঘা জমিতে মিষ্টি লাউ, ৩ জমিতে পুইশাক, ১ বিঘা জমিতে ডাটাশাক, ২ বিঘা জমিতে টমোটোসহ শীতকালীন শাক-সবজি ফলিয়েছি। ফলন ভালই দেখা যাচ্ছে, আশা করা যায় এবার উৎপাদিত শাক-সবজিসহ ফসল বিক্রি করে ৩ লক্ষাধিক টাকা আয় করতে পারবো। স্থানীয় কৃষি বিভাগ থেকে এবারই প্রথম আমার ক্ষেতসমূহ তদারকি এবং কৃষি উপকরণ, পরামর্শ দেয়া হচ্ছে। সরজমিন পরিদর্শন কালে কথা হয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুফিজুর রহমানের সঙ্গে। তিনি জানান, জালাল উদ্দিনসহ সব কৃষকদের রূপায়িত ফসলের মাঠসমূহে শীতকালীন রোগ বালাই, ওষুধ প্রয়োগের মাত্রাসহ সার্বিক তথ্যাদি প্রদান করে কৃষকদের সহায়তা করা হচ্ছে। যে কোনো ধরনের সহযোগিতায় আমরা তাদের পাশে আছি। কৃষক জালাল উদ্দিন একজন সফল কৃষক। তার কৃষি বিপ্লব শুধু তার জন্যই নয় আমাদের গোয়াইনঘাটের কৃষি ব্যবস্থাপনায় একটি রুল মডেলও বলা চলে। আমাদের উপজেলা কৃষি অফিসসহ সরকারের তরফে তাকে সহযোগিতা দানে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status