খেলা

আবাহনীর জয়ে পুরস্কার ভাগাভাগি বিজয়-মাশরাফির

স্পোর্টস ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ৫:৫৮ পূর্বাহ্ন

ঘরোয়া লিস্ট-এ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে টানা পঞ্চম জয় কুড়ালো আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৪৭ রানে জয়ী হয় গতবারের রানার্সআপ দলটি। ম্যাচের প্রথমভাগে আবাহনীর ব্যাট হাতে সেঞ্চুরি করেন এনামুল হক বিজয়। পরে বল হাতে পাঁচ উইকেট নেন পেসার মাশরাফি বিন মুর্তজা। এতে  খেলা শেষে ম্যাচসেরার পুরস্কার ভাগাভাগি করেন তারা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে (বিকেএসপি-৪) টস জিতে ব্যাটিং বেছে নেন আবাহনী লিমিটেডের অধিনায়ক নাসির হোসেন। আর ১২২ বলে ১১৬ রান করেন ওপেনারএনামুল হক বিজয়। শেষের দিকে মোসাদ্কে হোসেনের ৪৯ রানের সুবাদে ২৭০/৭ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে আবাহনী। জবাবে ২৭ বল অব্যবহৃত রেখে ২২৩ রানে গুঁড়িয়ে যায় শেখ জামাল ধানমন্ডির ইনিংস। ছয় নম্বরে ব্রাট হাতে হাতে সর্বোচ্চ ৮৩ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। আবাহনীর বল হাতে ৮.৩ ওভারের স্পেলে ২৯ রানে পাঁচ উইকেট নেন মাশরাফি বিন মুর্তজা। ২৪৭ ম্যাচের লিস্ট-এ ক্যারিয়ারে মাশরাফির এটি চতুর্থবার ইনিংসে পাঁচ উইকেট শিকার। বৃহস্পতিবার বিকেএসপি-৩ মাঠে আসরের রুদ্ধশ্বাস ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২ উইকেটে জয় দেখে শিরোপাধারী গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর মিরপুর শেরে বাংলা মাঠে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৫৫ রানে জয়ী হয় লিজেন্ডস অব রূপগ্ঞ্জ।  ব্রাদার্সের ২৭৪ রানের টার্গেটে শেষ ওভারে জয় নিশ্চিত হয় গাজী গ্রুপের। অপর ম্যাচে রুপগঞ্জের দেয়া ২৭৩ রানের টার্গেটে ২১৭ রানে গুঁড়িয়ে যায় দোলেশ্বর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status