খেলা

অজিদের আনন্দ মাটি!

স্পোর্টস ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ২:৪১ পূর্বাহ্ন

বুধবার ত্রি-দেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে অজিরা। পাকিস্তানকে হটিয়ে প্রথমবারের মত সংক্ষিপ্ত এ ফরম্যাটে শীর্ষে ওঠার স্বাদ পায় অস্ট্রেলিয়া। তবে তাদের এ স্বপ্নকে মাটি করে দেয় খোদ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসসি)। বুধবার ম্যাচের পর আনুষ্ঠানিক এক বিবৃতিতে আইসিসি জানায়, বড় একটা ভুল হয়েছে আমাদের। আসলে পাকিস্তান এখনো ১ নম্বরে রয়েছে। পাকিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার ভগ্নাংশের ব্যবধানে এখনো ২ নম্বরেই রয়ে গেছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ১২৫.৬৫ এবং পাকিস্তানের ১২৫.৮৪। তার মানে পাকিস্তানের চেয়ে ০.১৯ পয়েন্ট পেছনে রয়েছে অজিরা। আর এতেই সকল সংশয় দুর হল। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পাঁচ ম্যাচ জিতে ১৫ পয়েন্ট অর্জন করে অস্ট্রেলিয়া। এর ফলে পাকিস্তানের সমান ১২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ফাইনালে হেরে ৭ পয়েন্ট হারিয়েছে নিউজিল্যান্ড। যার ফলে তালিকায় চার নম্বরে নেমে গেছে কিউইরা। অন্যদিকে ৫ পয়েন্ট হারিয়ে চার থেকে ছয়ে নেমে গেছে ত্রি-দেশীয় সিরিজের অন্য দল ইংল্যান্ড। আর বাংলাদেশ রয়েছে ১০ নম্বরে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status