বিশ্বজমিন

ইরানে ৫ পুলিশ হত্যা, গ্রেপ্তার ৩০০

মানবজমিন ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

ইরানে কর্তব্যরত অবস্থায় গাড়িচাপা দিয়ে ও ছুরিকাঘাত করে পাঁচ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৩০ জন। সোমবার রাজধানী তেহরানে বিক্ষোভকারীদের প্রতিরোধে নিয়োজিত ছিলেন তারা। হামলার জন্য প্রাথমিকভাবে সুফি মুসলিমদের দোষারোপ করা হচ্ছে। এ ঘটনায় নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন প্রায় ৩০০ জনকে আটক করেছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়, অনেকদিন ধরেই সরকারের বিরুদ্ধে ধর্মীয় নিপীড়নের অভিযোগ করে আসছে সুফি মুসলিমরা। সোমবার বিকালে সুফি মুসলিমদের দল ‘গোনাবাদি দারবিশ’ সদস্যরা তেহরানের পাসদারান জেলায় বিক্ষোভ শুরু করে। এসময় হঠাৎ সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর একটি মিনিবাস উঠিয়ে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ কর্মকর্তা নিহত হন। ইরানের ফার্স নিউজের খবরে বলা হয়েছে, একজন সুফি মুসলিম গাড়িটি চালাচ্ছিলেন।
এদিকে পৃথক একটি ঘটনায় সরকারসমর্থিত বাসিজ মিলিশিয়া বাহিনীর এক সদস্যকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আরো এক বাসিজ সদস্য। প্রেস টিভির খবরে বলা হয়েছে, বাসিজ মিলিশিয়ারা প্রায়ই ইরানের রাস্তায় টহল দিয়ে থাকে। এই বিষয়ে রেভুলিউশনারি গার্ড ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি’র সরাসরি নির্দেশনা রয়েছে। সোমবারের ঘটনায় ইরানের ৩০ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। এছাড়া, বিক্ষোভকারীদেরও অনেকে আহত হয়েছেন। পুলিশের মুখপাত্র জেনারেল সাইদ মোন্তাজের আল মাহদি বলেন, তারা সংশ্লিষ্ট এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status