খেলা

এবারো পারেনি বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩১ পূর্বাহ্ন

ইউয়েফা চ্যাম্পিয়নস লীগে এবারো চেলসির মাঠে জিততে পারলো না এফসি বার্সেলোনা। মঙ্গলবার চলতি আসরের শেষ ষোল’র প্রথম লেগে পিছিয়ে থেকে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। এ নিয়ে ১২ বছর চেলসির মাঠে জয়হীন রইলো কাতালানরা। সর্বশেষ ২০০৬’র ফেব্রুয়ারিতে চেলসির মাঠে ২-১ গোলে জয় কুড়ায় বার্সা। চেলসির মাঠে গত ৬ ম্যাচে ২টিতে ড্র ও ৪ ম্যাচে হার দেখে তারা। অন্যদিকে এ নিয়ে চ্যাম্পিয়নস লীগে স্প্যানিশ যে কোনো দলের বিপক্ষে শেষ আট ম্যাচে অপরাজিত রইলো ব্লুরা। এতে দুটি জয় আর ছয় ম্যাচে ড্র করে তারা।
চলতি আসরের শেষ ষোল’র ম্যাচে অপরাজিত রইলো ইংলিশ দলগুলো। এর আগে ম্যানসিটি ও লিভারপুল বড় জয় পেলেও জুভেন্টাসের সঙ্গে ২-২ গোলে ড্র করে টটেনহ্যাম। আর বুধবার রাতে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা রয়েছে সেভিয়ার বিপক্ষে।
মঙ্গলবার চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। ম্যাচের ১৫তম মিনিটে মেসির বাড়ানো শট ফাঁকায় পেয়েও গোল করতে ব্যর্থ হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পাওলিনহো। পরে ৩৩তম মিনিটে উইলিয়ানের দূরপাল্লার শট গোল পোস্টে লেগে ফিরে আসে। এর আট মিনিট পর আবারো উইলয়ানের শট গোল পোস্টের বাধায় ফিরে এলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় চেলসি ও উইলিয়ান। পরে ম্যাচের ৬২ মিনিটে হ্যাজার্ডের পাস থেকে চমৎকার এক শটে গোল করে চেলসিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান। এ নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় ১১তম গোল করলেন উইলিয়ান। এর ১৩ মিনিট পর বাঁ দিক থেকে আন্দ্রেস ইনিয়েস্তার বাড়নো পাসে বার্সার হয়ে সমতাসূচক গোলটি করেন লিওনেল মেসি।
চলতি মৌসুমে এ নিয়ে ২৮ গোল করলেন মেসি। আর চ্যাম্পিয়ন্স লীগে চেলসির বিপক্ষে নবম ম্যাচে এসে গোলের দেখা পেলেন এ আর্জেন্টাইন তারকা। অপরদিকে এ ম্যাচেও গোলের দেখা পাননি বার্সার উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। এ নিয়ে আসরে ৮৮১ মিনিট গোলহীন রয়েছেন তিনি। এটা আসরের ইতিহাসে তার সবচেয়ে বেশি সময় ধরে গোল না পাওয়ার রেকর্ড। সর্বশেষ ২০১৭’র মার্চে ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে গোলের দেখা পান এ তারকা খেলায়াড়। আগামী ১৪ই মার্চ ন্যু ক্যাম্পে শেষ ষোল’র ফিরতি লেগে চেলসিকে আতিথ্য দেবে বার্সেলোনা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status