খেলা

অস্ট্রেলিয়াকে নিউজিল্যান্ডের ১৫১ রানের টার্গেট

স্পোর্টস ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ২:৩২ পূর্বাহ্ন

ত্রি-দেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৫১ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। চলতি সিরিজে গত শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪৩ রান করেছিল তারা। অবশ্য ঐ ম্যাচে টি-টোয়েন্টিতে রেকর্ড রান তাড়া করে জয় কুড়ায় অজিরা। আজ একই মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট হাতে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। এদিন ব্যাট হাতে কিউইদের শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মানরো। উদ্বোধনী জুটিতে ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৪.৩ ওভারে ৪৮ রান তুলেন দু’জন। পরে ২১ রানে গাপটিলকে আউট করে এ জুটি ভাঙেন অজি পেসার স্ট্যানলেক। গাপটিলের আউটের পর উইকেটে ধ্বস নামে নিউজিল্যান্ডের। এরপর দলীয় ৫৯ রানে অন্য ওপেনার মানরো ব্যক্তিগত ২৯ রানে সাজঘরে ফেরেন। মানরোর পর অধিনায়ক কেন উইলিয়ামসন ৯ ও মার্ক চ্যাপম্যান ৮ রান করে দ্রুত ফিরে যান। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্যাট হাতে কিউইদের ব্যাটিং একপ্রান্তে আগলে রাখেন অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। শেষ পর্যন্ত টেইলর ৪৩ রানে অপরাজিত থাকেন। ৩৮ বলে ১ ছক্কা ও ২ চারে এ ইনিংস খেলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে স্পিনার অ্যাস্টন আগার ২৭ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া দু’টি করে উইকেট নেন কেন রিচার্ডসন ও অ্যান্ডিও টাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status