দেশ বিদেশ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন দোষের কিছু না: এরশাদ

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

২১ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ১০:০৩ পূর্বাহ্ন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচন সময়মতো হবে। সংবিধান মোতাবেক হবে। নির্বাচনে দুটি দল অংশ নিলেই নির্বাচন সম্ভব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক না করুক তাতে কিছুই যায় আসে না। তাদের জন্য নির্বাচন বন্ধ হবে না, নির্বাচন হবে। ওই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। অন্যান্য রাজনৈতিক দল আছে আর আওয়ামী লীগ তো আছেই। ফলে নির্বাচন না করার ব্যাপারে বিএনপির হুমকি-ধামকিতে কোনও লাভ হবে না। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলনকে দোষের কিছু মনে করেন না জানিয়ে এরশাদ বলেন, ‘তারা আন্দোলন করতেই পারে। তবে কোনও ধ্বংসাত্মক কর্মসূচি না দেয়াই তাদের জন্য মঙ্গলজনক।’ গতকাল দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।, খালেদা জিয়ার কারাগারে যাওয়া বিষয়ে এরশাদ বলেন, ‘রাজনীতি করলে জেলে যেতে হবে। আমিও জেলে গেছি। কারাবরণ থাকা অবস্থায় আমার দল নির্বাচন করেছে। এটা তো সবারই জানা। এ নিয়ে এত বাড়াবাড়ির কী আছে। খালেদার রায় দিয়েছেন বিচারক। এ নিয়ে কোনও মন্তব্য আমি করবো না। দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিচার হয়েছে, জেল হয়েছে এ নিয়ে হইচই করে লাভ কী? জেলের ভিতর বড়াই গাছ লাগানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ওটি আমি ঠাট্টা করে বলেছিলাম। তিনি বলেন, আমি কয়েকটি ইসলামী দল নিয়ে জোট করেছি। আগামী ২৪শে মার্চ সমাবেশের উদ্যোগ নিয়েছি। আগামী নির্বাচন কিভাবে আমার দল করবে তা সময় বলে দেবে। তবে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা জাতীয় পার্টিতে যোগদান করছেন বলে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কেউ যদি ইচ্ছে করে আমার দলে যোগ দিতে চায় কেন তাদের নেবো না। তারা যদি ভালো নেতা হয় যোগ্য প্রার্থী হয় তাদের অবশ্যই দলে নেবো এবং আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেবো।’ তবে কারা যোগদান করছেন তাদের নাম জানতে চাইলে তিনি হেসে উড়িয়ে দিয়ে বলেন, ‘এখন বলা যাবে না। এর আগে সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করে সরাসরি মোটর শোভাযাত্রা নিয়ে রংপুর সার্কিট হাউজে আসেন এইচ এম এরশাদ। এ সময় রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাপা সম্পাদক ইয়াসির আহাম্মেদসহ নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এরশাদের সঙ্গে ছিলেন জাপা নেতা ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিয়ার রহমান রাঙ্গা এবং এরশাদের ছোট ভাই জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status