দেশ বিদেশ

ফোর-জি সেবা চালু করলো রবি

স্টাফ রিপোর্টার

২১ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ১০:০২ পূর্বাহ্ন

একযোগে দেশের ৬৪টি জেলায় রবি ও এয়ারটেল ব্র্যান্ড গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে ফোর-জি মোবাইল সেবা চালু করলো দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এর আগে সোমবার ফোর-জি লাইসেন্স পাওয়ার কয়েক মিনিটের মধ্যে সেবাটি চালু করে অপারেটরটি। মানসম্মত তরঙ্গ এবং গ্রাহক অনুপাতে প্রতিযোগীদের তুলনায় বেশি তরঙ্গ নিয়ে গ্রাহকদের সেরা ইনডোর কভারেজ, সেরা ইন্টারনেট স্পিড ও নিরবচ্ছিন্নভাবে কভারেজ প্রদান করবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা দিয়েছে রবি। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে গ্রাহকরা ডেটা প্রডাক্টের বর্তমান মূল্যেই ফোর-জি সেবা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মালেশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন বিনতি মোহাম্মদ তাইব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশন ও জাপানি দূতাবাসের প্রতিনিধি। মোস্তাফা জব্বার তার বক্তব্যে বলেন, আমার কাছে যে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের লোগো পছন্দ সেগুলোর মধ্যে রবি’র লোগোই সবচেয়ে বেশি ভালো লাগে। এর অন্যতম একটি কারণ এটি বাংলায় লেখা এবং এ ফন্টটি আমার করা। এত অল্প সময়ের মধ্যে জেলা পর্যায় পর্যন্ত ফোর-জি সেবা পৌঁছে দেয়ার জন্য রবি’কে ধন্যবাদ। আপনাদের হাত ধরে গ্রামে গ্রামে ফোর-জি সেবা পৌঁছে গেলে গ্রামের কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সিম প্রতিস্থাপনে এনবিআর যে চার্জ নিতে চায় তা নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো। আর ইন্টারনেটের ওপর থেকে ভ্যাট তুলে নেয়া হলে দেশে ইন্টারনেট বিপ্লব ঘটবে বলে আমার বিশ্বাস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আইসিটি বিভাগের হাইস্কুল প্রোগ্রামিং কন্টেস্ট, নারীর ক্ষমতায়নে আইসিটি প্রশিক্ষণ বাস, দেশের বৃহত্তম অনলাইন এডুকেশন প্ল্যাটফরম টেন মিনিট স্কুলের সঙ্গে যুক্ত রয়েছে রবি। সামনের দিনগুলোতেও ফোর-জি প্রযুক্তি সঙ্গে নিয়ে তথ্য-প্রযুক্তির প্রসারে রবি’কে পাশে পাবো বলে আমাদের প্রত্যাশা। বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, বিটিআরসি ফাইভ জি নিয়েও ভাবছে। আমাদের লক্ষ্য গ্রাহকদের ভালো মানের টেলিযোগাযোগ সেবা প্রদান করা। ফোর সেবা চালু করার জন্য আমি রবি ও রবি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ফোর-জি সেবা চালুর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে পা রাখলো বাংলাদেশ। প্রতিযোগীদের তুলনায় অনেক বেশি তরঙ্গ নিয়ে গ্রাহকদের সেরা ফোর-জি সেবা প্রদানের জন্য প্রস্তুত রবি। দেশে ফোর-জি সেবা চালু করতে সহায়তার জন্য সরকারকে ধন্যবাদ। সরকারের সহায়তা নিয়ে ফোর-জি’র অদম্য গতি কাজে লাগিয়ে ২০২১ সালের মধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো বলে আমাদের বিশ্বাস। তিনি আরো বলেন, বাংলাদেশে ফোর-জি সেবা সফল করতে ফোর-জি ডিভাইসের ওপর কর কমানো, ফোর-জি অবকাঠামো পণ্যের ওপর শুল্ক কমানো, গ্রামীণ এলাকায় ফোর-জি সেবা চালুর ক্ষেত্রে বিশেষ প্রণোদনা প্রদান, ভ্যাট নিয়ে সব ধরনের বিরোধের নিষ্পত্তি এবং প্রতিবেশী দেশগুলোর মতো একক লাইসেন্সিং প্রক্রিয়ার বিষয়গুলো সরকারের বিবেচনা করা উচিত। ঢাকা ছাড়াও দেশের প্রতিটি বিভাগীয় শহরে একযোগে আনুষ্ঠানিকভাবে ফোর-জি সেবা উদ্বোধন করেছে রবি। ঐতিহাসিক এ মুহূর্তকে উদযাপনের উদ্দেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে প্রতিটি বিভাগীয় শহরে রবি’র ম্যানেজমেন্ট কাউন্সিলের একজন সদস্য উপস্থিত ছিলেন। ফোর-জি ভিডিও কলিং সেবার মাধ্যমে ঢাকায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় শহরের উদযাপনগুলোও তুলে ধরা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status