দেশ বিদেশ

অবশেষে কিশোরগঞ্জের ডিসি প্রত্যাহার, সচিব হলেন ৩ কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ১০:০১ পূর্বাহ্ন

দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগে অবশেষে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমউদ্দিন বিশ্বাস (৬৩৯৭)কে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভূমি অধিগ্রহণের ৫ কোটি টাকা লোপাটে কিশোরগঞ্জের ডিসি আজিমুদ্দিন বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি, রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধরসহ স্থানীয় প্রশাসনের ডজনখানেক কর্মকর্তা-কর্মচারীকে এরই মধ্যে অভিযুক্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য কিশোরগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, সিনিয়র সহকারী সচিব (পিরোজপুর জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা) সেতাফুল ইসলামের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা লোপাটের অভিযোগ আনা হয়েছে। এর সঙ্গে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এর ভিত্তিতেই কিশোরগঞ্জের ডিসিকে প্রত্যাহার করা হলো। এদিকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। পদোন্নতি পাওয়া সচিবরা হলেন- ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদার) মো. আবদুল হান্নান (৪৫১৯), নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ (৪৫৫৮) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার (৪৫৭০)। পদোন্নতির প্রজ্ঞাপন জারির পাশাপাশি তাদেরকে আগের পদেই রাখা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status