দেশ বিদেশ

খুলনায় প্রশ্নপত্র ফাঁসের মামলায় ৮ জন রিমান্ডে

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২১ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ৯:৩৯ পূর্বাহ্ন

খুলনায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় আটজ?নকে রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার খুলনা মহানগর শিশু আদালতের বিচারক মোসাম্মাৎ দিলরুবা সুলতানা সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শে?ষে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের মধ্যে এসএসসি পরীক্ষার্থীসহ চারজন কিশোর অপরাধী রয়েছে। তা?দের বিরুদ্ধে গত রোববার পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা করা হয়। র‌্যাব-৬’র স্পেশাল কোম্পানির ওয়ারেন্ট অফিসার মো. রফিকুল ইসলাম এ মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করা হয়। এ ঘটনায় আটজনকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করে পুলিশ। আসামিরা হচ্ছে, নগরীর খালিশপুরের কাশিপুর এলাকার মো. খায়রুল ইসলাম শাওন, মো. সাব্বির হোসেন, খালিশপুর বিআইডিসি রোডের বঙ্গবাসী স্কুলের সামনের এলাকার মো. ইব্রাহিম আল নাঈম, দৌলতপুর আঞ্জুমান রোডের মোনায়েম সাহরিয়া রাফি, দৌলতপুর পাবলা মধ্যপাড়ার মো. সাজিদ মল্লিক, খালিশপুরের উত্তর কাশিপুর এলাকার মো. সাব্বির হোসেন রিয়াজ, দৌলতপুর পাবলার মো. আরাফাত হোসেন সাকিব ও দৌলতপুর বাজার স্বর্ণপট্টি এলাকার চয়ন রায়।
মামলার বিবরণে জানা যায়, চলমান এসএসসি পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (সৃজনশীল) পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৭ই ফেব্রুয়ারি। ওইদিন সকাল ১০টায় পরীক্ষা শুরুর আগেই সকাল ৮টার দিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। ফেসবুকে বিভিন্ন নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে ৩-৪শ টাকায় প্রশ্নপত্র বিক্রি করা হয়। গত ১৭ই ফেব্রুয়ারি গোপন খবরে র‌্যাব-৬ স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রশ্ন ফাসের সঙ্গে জড়িত নয়জনকে আটক করা হয়। প্রাথমিকভাবে র‌্যাব-৬ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে। এর মধ্যে সাইন্স এক্সাম ২০১৮, তোমার স্মৃতিগুলো, সুমাইয়া নামের ভুয়া আইডি। এগুলোর অ্যাডমিন শনাক্তের বিষয়ে র‌্যাবের অভিযান চলছে। গ্রেপ্তারকৃত নয়জনের মধ্যে আটজনের নাম উল্লেখ করে মামলা করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status