এক্সক্লুসিভ

প্রধানমন্ত্রী খুলনা যাচ্ছেন ৩রা মার্চ

২৪ উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২১ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ৯:৩৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে অগ্রাধিকার ভিত্তিতে যে উন্নয়ন কাজগুলো গুরুত্ব সহকারে করা দরকার সে বিষয়ে তারা যাচাই-বাছাই ও সবার অভিমত নিয়ে ফিরিস্তি তৈরি করছেন। তাদের সঙ্গে আলোচনা করে জানা যায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট স্থাপন, খুলনা-মংলা সড়ক চার লেনে উন্নীতকরণ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, পূর্ণাঙ্গ জনবলসহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পাঁচশ’ বেড থেকে এক হাজার বেডে উন্নীতকরণ, মেরিন একাডেমি স্থাপন, দ্রুত বিমানবন্দর নির্মাণ, ওয়াসার আধুনিকীকরণ, সিটি গার্লস কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, হাজী মালেক কলেজ, আলিয়া মাদরাসা, পাইওনিয়ার গার্লস স্কুলের সরকারিকরণসহ নতুন কিছু শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হবে। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, খুলনা-মংলা মহাসড়কে ধারণ ক্ষমতার বেশি যানবাহন চলে। এজন্য এটিকে দ্রুত চার লেনে উন্নীত করা উচিত। আধুনিক বিমানবন্দর নির্মাণের জন্য এখানে ৯৬ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। এর সঙ্গে আরো ৫শ’ ৩৬ একর জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। তিনি আরো বলেন, আমাদের একটি বন্দর রয়েছে। এখানে একটি মেরিন একাডেমি অগ্রাধিকার ভিত্তিতে দরকার। সেটা একনেকে অনুমোদন হয়েছে কিন্তু আমরা এখনও এর কার্যক্রম দেখতে পাইনি। ৩রা মার্চ প্রধানমন্ত্রী ২৪টি উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন। এছাড়াও একাধিক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিকে আগামী ৩রা মার্চ সার্কিট হাউজ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সর্বকালের মহা জনসমুদ্রে পরিণত করার উদ্যোগ নিয়েছে খুলনা আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতৃবৃন্দ আশা করছেন এই জনসভায় দশ লাখেরও বেশি মানুষের সমাগম ঘটবে। এছাড়া এই জনসভা থেকেই আগামী খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নামও ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এ নিয়েও রয়েছে ব্যাপক কৌতূহল। গতকাল দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে আগামী ৩রা মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান এমপি বলেন, এক সময় খুলনা মহানগরী ছিল উন্নয়ন বঞ্চিত। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আইন-শৃঙ্খলা বলতে কিছুই ছিল না। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেই নগরীতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
ইতিমধ্যে খুলনায় দুটি কলেজ ও তিনটি স্কুল সরকারিকরণ করা হয়েছে। আরো দুটি নতুন সরকারি স্কুল স্থাপনের কাজ শুরু হয়েছে। দুটি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, খুলনা মহানগরীতে সুপেয় পানি সরবরাহ করার জন্য ওয়াসার কাজ শেষ পর্যায়ে রয়েছে।
বিমানবন্দরের কাজ চলছে, অচল হয়ে যাওয়া মংলা বন্দর সচল হয়েছে, লোকসানি প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। খানজাহান আলী সেতু (রূপসা সেতু) হওয়ায় খুলনায় ব্যবসা-বাণিজ্যে গতি ফিরে এসেছে। পদ্মা সেতু বাস্তবায়িত হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ সার্বিক চিত্র পাল্টে যাবে।
এমপি মিজান বলেন, এখনও খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ করা হয়নি। আমরা খুলনার জনসভায় প্রধানমন্ত্রীর নিকট অবিলম্বে গ্যাস সরবরাহের জন্য দাবি জানাবো। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলের উন্নয়নে সব সময় আন্তরিক। এই অঞ্চলের মানুষও মনে করেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে খুলনাসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের উন্নয়ন হয়। আমরা আশা করি খুলনায় যে প্রকল্পগুলো এখনও বাস্তবায়িত হয়নি, অথবা হওয়া দরকার প্রধানমন্ত্রী এবার সেই প্রকল্পগুলোও বাস্তবায়নের ঘোষণা দেবেন।
মিজান জানান, ৩রা মার্চের জনসভায় খুলনা সার্কিট হাউজ ময়দানে নৌকার আদলে বিশাল সুসজ্জিত মঞ্চ তৈরি করা হবে। এই মহাজনসমুদ্রে নারীদের বিপুল সমাগম ঘটবে। খুলনা বিভাগের ১০ জেলা ও গোপালগঞ্জসহ আশপাশের সকল জেলা থেকেও আসবেন হাজার হাজর সাধারণ মানুষ ও নেতাকর্মী।
তিনি বলেন, সার্কিট হাউজ মাঠে প্রবেশে নারীদের জন্য চারটি গেট থাকবে। দুটি থাকবে পুরুষের জন্য। তিনি বলেন, জনসভা নির্বিঘ্নে সম্পন্নের জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
মতবিনিময় সভায় খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, শ্যামল সিংহ রায়, অধ্যাপক আলমগীর কবির, মুন্সী মাহবুব আলম সোহাগ, মফিদুল ইসলাম টুটুল, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৩রা মার্চ খুলনা সার্কিট হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত থাকবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status