বাংলারজমিন

সোনাইমুড়ীতে ইজতেমা শুরু কাল

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ৯:১৩ পূর্বাহ্ন

বিশাল মাঠ, বিশাল প্যান্ডেল। ইজতেমা আয়োজনের সব প্রস্তুতি শেষ। মাঠ সংস্কার, মঞ্চ, বিদেশি মেহমান থাকার স্থান, অজুর পানি, খাওয়া-দাওয়া ও গোসলের পানি, স্যানিটেশন তৈরির সব কাজই প্রায় শেষ। প্রথমবারের মত সোনাইমুড়ী বাজার সংলগ্ন বগাদিয়া মাঠে ৩ দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। ইজতেমাকে সামনে রেখে এরই মধ্যে শেষ হয়েছে মাঠের কাজ। অল্প যে কাজ বাকি আছে তাও আজ-কালের মধ্যে শেষ হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। গেল ক’দিন আগেই প্রবেশদ্বারে নির্মিত হয়েছে বিশাল অভ্যর্থনা গেট। একই সঙ্গে কয়েক কিলোমিটার সড়কজুড়ে তৈরি হয়েছে বেশ কয়েকটি তোরন। এখন প্যান্ডেলে টানানো হচ্ছে শামিয়ানা। দ্রুত চলছে প্রয়োজনীয় ও সৌন্দর্য বর্ধনে ঘষামাজার কাজ। ইজতেমার জন্য মাঠ প্রস্তুত করতে প্রায় গত মাস থেকে রাত দিন পরিশ্রম করছেন স্থানীয় তাবলীগ জামাতের মুরব্বি ও কর্মীরা। তাদের সার্বিক সহযোগিতা করছেন স্থানীয় বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এ বছর এই প্রথম সোনাইমুড়ী বাজার নোয়াখালী জেলা ভিত্তিক ইজতেমা। তাই আনন্দ উচ্ছ্বাসের কমতি নেই। তাবলীগ জামাতের কর্মীদের মতো স্থানীয় বাসিন্দারাও আনন্দিত। কয়েক লাখ মানুষের সমাগম হবে আখেরি মোনাজাতে। তাই এবাদত, বন্দেগি আর সম্মিলিত দোয়ার জন্য এই ৩ দিনের অপেক্ষায় তারা প্রহর গুনছেন। তারাও সহযোগিতা করছেন মাঠ প্রস্তুতে। জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রতিদিনই ইজতেমার জন্য প্রস্তুত হওয়া মাঠে আসছেন। নানাভাবে সহযোগিতাও করছেন। আইন শৃংখলা রক্ষায় নোয়াখালী জেলা প্রশাসন করছে সার্বিক সহযোগিতা। আগত মুসল্লিদের নিরাপত্তায় নেয়া হয়েছে নানা উদ্যোগ। সোনাইমুড়ী পৌর শহরের দক্ষিণ পাশে বগাদিয়া এলাকার ঢাকা-সোনাপুর সড়কের পশ্চিম পাশে বিশাল মাঠে চলছে ইজতেমার আয়োজন। প্যান্ডেলের কাজ শেষ পর্যায়ে থাকায় তা দূর থেকেও দৃশ্যমান হচ্ছে। মাঠের দায়িত্বশীল সূত্রে জানা যায়, ২/৩ দিন পূর্বেই মাঠ প্রস্তুত হওয়ার সব কাজ সমপন্ন হয়েছে। চলতি মাসের ২২ ফেব্রুয়ারি বৃহসপতিবার বাদ ফজর থেকে আম বয়ানের মাধ্যমে শুরু হবে প্রথমবারের মতো সোনাইমুড়ীতে তাবলীগ জামাতের সর্ববৃহৎ গণ জামায়েত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status