অনলাইন

খালেদা জিয়ার সাজার প্রতিবাদ

অপরাজেয় বাংলা কালো কাপড়ে ডেকে দিয়েছে ছাত্রদল

স্টাফ রিপোর্টার

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ১২:২৮ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা কালো কাপড়ে ডেকে দিয়েছে ছাত্রদল। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে ভাস্কর্যটি ডেকে দেয়। ঘটনার সত্যতা স্বীকার করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আলমগীর হাসান সোহান বলেন, মিথ্যা মামলায় দেশনেত্রী খালেদা জিয়াকে সাজা দিয়ে কারারুদ্ধ করেছে অবৈধ সরকার। দেশের জনগণ এই রায় ঘৃণাসহ প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে মিথ্যা মামলার সাজা প্রত্যাহার করে দেশনেত্রীকে মুক্তি দেয়ার জোর দাবি জানাচ্ছি। নাহলে সারাদেশের ছাত্রসমাজকে নিয়ে ছাত্রদল রাজপথে দুর্বার আন্দোলনের গড়ে তুলবে। দেশনেত্রীকে মুক্ত করে আনবে। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার জনপ্রিয়তায় ভয় পেয়ে অবৈধ সরকার তাকে কারারুদ্ধ করেছে। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যদের সাজা প্রত্যাহারেরও দাবি জানান।

[এফএম]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status