দেশ বিদেশ

কিছু ঘটনা সকল অর্জনকে ধূলিসাৎ করছে: মেনন

সংসদ রিপোর্টার

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ১০:৪০ পূর্বাহ্ন

কিছু কিছু ঘটনা আমাদের সব অর্জনকেই ধূলিসাৎ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এবারের প্রশ্নপত্র ফাঁসের মহামারী শুধু পরীক্ষার্থী নয়, তাদের অভিভাবকদেরও সরকার সম্পর্কে বিরূপ ধারণার জন্ম দিয়েছে। গতকাল সংসদে প্রেসিডেন্টের ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, আমি বিশ্বাস করি ২০০৯ সাল থেকে সূচিত অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও উন্নয়ন ধারাকে আগামী নির্বাচনের মধ্য দিয়ে অব্যাহত রাখা গেলে ২০২১-এর সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ব্যাংক ও আর্থিক খাতের ব্যর্থতা নিয়ে বলেন, শিক্ষার পাশাপাশি ব্যাংকিং খাতের নৈরাজ্য চূড়ান্ত। খেলাপি ঋণ বেড়েই চলেছে। সরকারকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন জোগাতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির টাকা ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা জানি না। প্রতিনিয়ত বিদেশে অর্থ পাচার হচ্ছে। এই পাচারকৃত অর্থ বাংলাদেশের কয়েকটি বাজেট হতে পারে। তিনি বলেন, দুর্নীতির জন্য খালেদা জিয়ার কারাদ- হয়েছে। এটা বিএনপি-জামায়াত জোট শাসনের সঙ্গে তারেকের দুর্নীতির ক্ষুদ্রাংশ। অনেকে এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি খুঁজছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status