দেশ বিদেশ

চালু হলো বিমান হলিডেজ

স্টাফ রিপোর্টার

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ১০:১৪ পূর্বাহ্ন

দেশের পর্যটন শিল্প বিকাশে ও অভ্যন্তরীণ-আন্তর্জাতিক পর্যটনকে উৎসাহিত করতে ‘বিমান হলিডেজ’ উইং চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল বিমানের এই হলিডে উইংটি বলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী। বিমান হলিডেজ কর্মসূচির আওতায় যাত্রীরা এখন থেকে বিমানের নির্ধারিত গন্তব্যের বাইরেও বিশ্বের আরো ৯৬টি গন্তব্যে ভ্রমণসুবিধা পাবেন। গতকাল গণমাধ্যমে পাঠানো বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান হলিডেজ প্রোগ্রামের আওতায় যাত্রীরা টিকিট কেনার পর চাহিদা অনুযায়ী তার বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত ‘পিকআপ অ্যান্ড ড্রপ’ সুবিধা পাবেন। এ ছাড়া হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আগমনের সঙ্গে সঙ্গে বিমানের কর্মীরা যাত্রীদের ‘মিট অ্যান্ড অ্যাসিসটেন্স’ সার্ভিস দেবেন। এই হলিডে প্রোগ্রামের আওতায় এয়ারপোর্ট হলিডে লাউঞ্জ ফুড ও বেভারেজ সুবিধা পাবেন। এ ছাড়া যাত্রীরা সব দেশের ভিসা প্রসেসিং সহায়তা পাবেন। এর মাধ্যমে বিমান তার সেবাকে নতুন দিগন্তে ছড়িয়ে দিতে চায়। বিমান হলিডেজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ, পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. আলী আহসান এবং ট্রাভেল শপের এক্সিকিউটিভ চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অব.) নাজমুল আনামসহ কর্পোরেট ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেন, বর্তমানে তীব্র প্রতিযোগিতামূলক এভিয়েশন ব্যবসায় যাত্রীদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এ চাহিদার ভিন্নতা ও ব্যবসায়িক প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে যাত্রী সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে বিমান হলিডেজ একটি যুগান্তকারী পদক্ষেপ। বিমান হলিডেজে সব টিকিট ও হলিডে প্যাকেজ রয়েছে মাসিক কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা। একজন যাত্রী মাত্র ৯৯৯ টাকায় প্যাকেজ বুক করতে পারবেন, যা ফেরতযোগ্য। দেশের প্রথম সারির কয়েকটি ব্যাংক মাসিক কিস্তিতে টিকিট ও হলিডেজ প্যাকেজ কেনার সুবিধা দেবে। এ ছাড়া সব ধরনের ক্রেডিট কার্ড ও বিকাশ/রকেট সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এছাড়াও বিভিন্ন ব্যাংকের কার্ড হোল্ডার এবং টেলিকম সংস্থা রবি ধন্যবাদ প্যাকেজের গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড় সুবিধা। বিমান হলিডেজ সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইট িি.িনরসধহযড়ষরফধুং.পড়স ভিজিট করতে অথবা টেলিফোনে হটলাইন নম্বর ০১৯৮৮১৮৮১৮৮ যোগাযোগ করতে যাত্রীদের অনুরোধ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status