এক্সক্লুসিভ

রাবি শিক্ষককে মারধর

রামেক হাসপাতালের ইন্টার্নদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:৫২ পূর্বাহ্ন

রোগীদের ভোগান্তিতে ফেলে আবারো তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম এনামুল জহিরকে ইন্টার্নদের চিকিৎসকের মারধরের ঘটনায় তাদের বিরুদ্ধে আদালতের মামলা হওয়ার ঘটনায় সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এ কর্মবিরতি পালন করেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা থেকে সকল ধরনের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান চৌধুরীর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা শ’ শ’ রোগী চরম ভোগান্তিতে পড়েন। প্রায় ৩ ঘণ্টা এভাবে কর্মবিরতি পালনের পর হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে দুপুর ১২টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান চৌধুরী বলেন, ‘ইন্টার্নদের সমস্যাটি হাসপাতালের পক্ষ থেকে মোকাবিলার আশ্বাস দেয়া হলে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে ওয়ার্ডে ফিরে যান।’ প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময় বেশ কয়েকবার হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জেরে ইন্টার্র্ন চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতি কিংবা মারামারির ঘটনা ঘটে। এসব কারণে একইভাবে তারা রোগীর চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে দিনের পর দিন কর্মবিরতি পালন করেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।  
সর্বশেষ গত ১৪ই ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম এনামুল জহিরকে মারধর করেন হাসপাতালের ইন্টার্র্ন চিকিৎসকরা। বর্তমানে তার অবস্থার বেশ অবনতি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছে। মারধরের ঘটনার পরদিন অর্থাৎ গত বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত (রাজপাড়া থানা) এর বিচারক মো. কুদরাত-ই-খোদা স্বপ্রণোদিত হয়ে আগামী ২৫শে ফেব্রুয়ারির মধ্যে প্রকৃত ঘটনা তদন্ত করে রাজপাড়া থানার ওসিকে রিপোর্ট প্রদানের নির্দেশ দেন। এই পিটিশনের প্রতিবাদে ইন্টার্র্নরা এ কর্মবিরতি পালন করলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status