বাংলারজমিন

টু ক রো খ ব র

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:০৯ পূর্বাহ্ন

মাগুরায় দিনব্যাপী কর্মশালা
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধে গতকাল সোমবার হাজরাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কমিউনিটি লিডারদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মিজোরিওর জার্মানির সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা শিশু নিলয় ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। দিনব্যাপী এ কর্মশালায় ৫ নং হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সুফিয়ান। কর্মশালায় বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে ছিলেন শিশু নিলয় ফাউন্ডেশনের এস.ডি.পি পরিচালক রোজিনা আক্তার। তাছাড়া এ সময় শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। কর্মশালায় হাজরাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য, কাজী, ইমাম, শিক্ষক, ছাত্রছাত্রীসহ মোট ৬৩ জন অংশ নেয়। কর্মশালায় কমিউনিটি লিডারদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

পিস্তলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে: ময়মনসিংহে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ স্বেচ্ছাসেবক লীগের এক নেতা আসাদুজ্জামান ওরফে চওড়া জামালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক আসাদুজ্জামান ওরফে চওড়া জামাল সদর উপজেলার শম্ভুগঞ্জের বাসিন্দা।
র‌্যাবে-১৪ এর এএসপি হাফিজুল ইসলাম ও এএসপি মাহবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান সোমবার ভোররাতে শম্ভুগঞ্জের চরঈশ্বরদীয়া ইউনিয়নের ঋষিপাড়ায় আসাদুজ্জামানের ব্যক্তিগত কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে র‌্যাব। এই দুই কর্মকর্তা জানান, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

নাটোরে যুবকের যাবজ্জীবন
নাটোর প্রতিনিধি: বড়াইগ্রামে অবৈধ অস্ত্র রাখার দায়ে রাকিবুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১শে জুলাই দুপুরে উপজেলার আহমেদপুর বাজারে একটি ব্যাগে করে পাকিস্তানি রিভলবার নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম পুলিশ তাকে তল্লাশি করে অস্ত্রটি উদ্ধার করে। পরে অস্ত্র আইনে মামলা রজু করে। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রাকিবুল বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া এলাকার আলাউদ্দিনের ছেলে।

হোসেনপুর মতবিনিময় সভা
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে মতবিনিময় সভা সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন। সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস প্রমুখ। সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় ভিক্ষুকরা উপস্থিত ছিলেন।

প্রবাসীর বাড়িতে ডাকাতি
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: সিংগাইরে ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ গ্রামে গুলবারের সদ্য ফেরত পুত্র প্রবাসী লুৎফর রমানের (২৮) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদল নগদ দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জানা যায়, গত রোববার দিবাগত রাত ১টার দিকে ১০/১২ জনের হাফ প্যান্ট পরিহিত মুখোশধারী ডাকাত দল ওই গ্রামের গোলবারের দক্ষিণ কোরিয়া থেকে ছুটিতে আসা পুত্র লুৎফরের বাড়িতে হানা দেয়। ডাকাত দলটি প্রথমে আগ্নেয় ও ধারাল অস্ত্র নিয়ে বাড়ির ছাদে ওঠে পড়ে। ছাদের চিলেকোঠার টিন কেটে লুৎফরের পিতা গোলবারের ঘরে প্রবেশ করে। গোলবারের হাত পা বেঁধে ও তার স্ত্রীকে জিম্মি করে। পরে লুৎফরের ঘরে প্রবেশ করে তার হাত পা বেঁধে স্ত্রী ও শিশুকন্যা লুবনা (৭)কে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ সময় ডাকাত দলটি ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। গতকাল সকাল ১১টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কুকুরের আক্রমণে আহত ১০
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আড়াইহাজারের কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার উপজেলার জালাকান্দি ও রামচন্দ্রদী গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন মারফত আলী (৭০), সোহেব (৮), রিয়াদ (৪), জিহাদ (৭) মঞ্জু (৩০), মোশারফ (৯), মারুফ (৯), নাজমুল (১০), জাকারিয়া (১২) ও সুমন (৫)। এদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। আহত মারফত আলীর ছেলে জালাল জানান, স্থানীয় রামচন্দ্রী কোনাপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী ছালামের ছেলে মোতালিব নামে এক ব্যক্তি মারা যায়। তার মরদেহ সোমবার দুপুরে জানাজা শেষে দাফন করতে এলাকার লোকজন স্থানীয় কবরস্থানে নিয়ে যান। ফেরার পথে বেশ কয়েকটি পাগলা কুকুর আহতদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে প্রায় ১০ জন লোক আহত হয়েছেন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভুইয়া, বলেন, আহত সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে।

শিবগঞ্জে ভারতীয় জাল রুপিসহ আটক ২
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে ৭ লাখ ৮ হাজার ভারতীয় জাল রুপিসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। আটকরা হলো-শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মৃত মাইনুল ইসলাম ডিবুর ছেলে মো. উজ্জল (২৮) ও মো. সুজাল (২৪)। রোববার দিবাগত রাত পৌনে ১০টার দিকে র‌্যাব এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক কোম্পানি কমান্ডারের নেতৃত্বে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া গ্রামে অভিযান চালিয়ে ৭ লাখ ৮ হাজার ভারতীয় জাল রুপিসহ মো. উজ্জল ও মো. সুজালকে হাতেনাতে আটক করা হয়েছে। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে একটি চক্র দীর্ঘদিন যাবৎ কাজ করছে এবং তারা ভারতীয় জাল রুপিসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। এ ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও র‌্যাব জানান।

ভাঙ্গায় অজ্ঞাত লাশ উদ্ধার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চতলবিল থেকে অজ্ঞাত যুবক (৩৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোবববার সন্ধ্যায় ভাঙা থানা পুলিশ যুবকটির লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ভাঙ্গা থানার ওসি (তদন্ত) মেরাজ হোসেন জানান, এলাকার বিলের মধ্যে থেকে এক অজ্ঞাত যুবকের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ বিলের মধ্যে নির্জন স্থানের একটি জমির মধ্যে থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের গলায় লাইলনের রশি দিয়ে পেঁচানো এবং মুখে এবং কপালে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা যুবকটিকে বিলের মধ্যে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

মেহেরপুরের শ্রেষ্ঠ ইউএনও বিষ্ণুপদ পাল
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসাবে  নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলার ইউএনও বিষ্ণুপদ পাল। আইনশৃঙ্খলার উন্নতি, উদ্ভাবনী উন্নয়ন, সমসাময়িক বিচক্ষণতা, সার্বিক উন্নয়নের ওপর বিচার বিশ্লেষণ করে তাকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করা হয়। মেহেরপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার বিকেলে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮তে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে তাকে পুরস্কৃত করা হয়। এদিকে গাংনী উপজেলার ৯ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানায় ইউপি চেয়ারম্যানগণ। এ সময় ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, মিজানুর রহমান রানা, সোহেল আহমেদ, গোলাম সাকলায়েন সেপু ও উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অক্সফোর্ড বেবী কেয়ারের বার্ষিক্র ক্রীড়া প্রতিযোগিতা
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার জয়পাড়া অক্সফোর্ড বেবী কেয়ার হোমস-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অক্সফোর্ড বেবী কেয়ার হোম্‌সের পরিচালক এমারত হোসেন (এমরান)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. হায়াত আলী মিঞা, দোহার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি একলাল উদ্দিন আহমেদ, ফাস্ট গ্লোরী স্কুলের পরিচালক বিবেকানন্দ বিশ্বাস, গ্রীন লিফ প্রিপ্যারেটরি স্কুলের পরিচালক ইমরান হোসেন, রাশেদ চোকদার ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নিশাদ ওশিনসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

কমলগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: কমলগঞ্জে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব মৌলভীবাজার-এর উদ্যোগে গতকাল দুপুর ১২টায় পতনঊষার ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জুয়েল আহমদ। স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব মৌলভীবাজার-এর সভাপতি মো. শিপন খানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আছাদ চৌধুরীর সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জুয়েল আহমদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংবাদিক আসাবুর ইসলাম শাওন, ইউপি সদস্য সায়েক আহমদ, সমাজসেবক দুবাই প্রবাসী আব্দুর করিম, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. উবায়দুল হক, শিক্ষক শাহীন চৌধুরী, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন খাঁন জসিম ও বেলাল আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলাল মিয়া, জহিরুল ইসলাম (নানু) ও শিক্ষার্থী ইমন আহমেদ। অনুষ্ঠানে ৬০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে একটি করে স্কুল ব্যাগ, কলম ও খাতা বিতরণ করা হয়।

বরুড়ার তিন ইউপি নির্বাচন ২৯শে মার্চ
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: বরুড়া উপজেলার তিন ইউনিয়নে দীর্ঘ ১৯ বছর পর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশন থেকে সহকারী সচিব মো. ফরহাদ হোসেনের স্বাক্ষরিত একটি পত্র থেকে জানা যায়, বরুড়া উপজেলা শিলমুড়ী উত্তর, শিলমুড়ী দক্ষিণ ও খোশবাস দক্ষিণ ইউনিয়নে আগামী ২৯শে মার্চ ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই খবর ছড়িয়ে পড়ার পর তিন ইউনিয়নের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।

খুলনায় কিশোরী ধর্ষণ চেষ্টা, প্রধান আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ময়লাপোঁতা নূরানী জামে মসজিদের পাশের বস্তিতে কিশোরী (১৪)কে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. আলাউদ্দিন (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই কিশোরীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ১৬ই ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ময়লাপোঁতা লেক এলাকা দিয়ে বাসায় ফেরার পথে ওই কিশোরীকে বিথ বেগম ডেকে তার ঘরে নিয়ে যায়। এ সময় ঘরের মধ্যে আগে থেকে মৃত মনা মুন্সীর ছেলে মো. আলাউদ্দিন (৩০) উপস্থিত ছিল। একপর্যায়ে ওই কিশোরী স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে আলাউদ্দিন। মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছেন এস আই সোবহান মোল্লা।

ফুলবাড়ীয়ায় মহিলাদের মাঝে চেক বিতরণ
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় গতকাল বিকাল ৪টায় সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন ‘প্রকল্প’ উন্নতমানের গাভী পালনের মাধ্যমে এর চেক বিতরণ করা হয়। উপজেলা সমবায় কার্যালয় আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, জেলা সমবায় অফিসার আবদুল ওয়াহেদ, অতিরিক্ত সমবায় অফিসার আফরোজা বেগম, সমাজসেবা অফিসার মো. নজরুল ইসলাম। ২টি ইউনিয়নের ২৬ জন মহিলার মাঝে ১ লাখ টাকা করে মোট ২৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এসব মহিলার মধ্যে গরুর খাবার ক্রয়ের জন্য আরো ২০ হাজার করে টাকা প্রদান করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

সিকৃবিতে আন্দোলন, প্রশাসনিক ভবনে তালা
সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম সমাবর্তনে আমন্ত্রিত  কর্মকর্তাদের যথাযথ সম্মান না দেয়ায় কর্মবিরতি শুরু করেছে কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সকাল থেকে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় তারা ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে ক্যাম্পাসে একটি মৌন মিছিল বের করে বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

চান্দিনায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটকরা হলো- উপজেলার মহারং গ্রামের টিপু সুলতানের ছেলে ফুয়াদ আলম (১৮) ও দেবিদ্বার উপজেলার তেবাড়িয়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসলাম (১৮)।
গতকাল সকাল পৌনে ১০টায় উপজেলার চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পার্শ্ব থেকে তাদের আটক করা হয়েছে বলে জানান চান্দিনা থানা পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার এসআই মঈনুদ্দিন এবং আসাদুজ্জামান ওই পরীক্ষাকেন্দ্রের আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের মোবাইলে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) তুষার আহম্মেদ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার কারণে প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দেন।

কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: মামলায় ঝুলে থাকার পর অবশেষে গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করায় পৌরবাসী আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করেছে। দীর্ঘদিন যাবৎ মামলায় ঝুলে থাকার পর তফসিল ঘোষণায় পৌরবাসীর মাঝে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। সরগরম হয়ে উঠেছে পৌর এলাকা। ২০০৮ সালে কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের পর এ পর্যন্ত আর কোনো পৌর নির্বাচন এখানে হয়নি। কোটালীপাড়া পৌরসভার প্রতিষ্ঠালগ্নে ঘাঘর ইউনিয়নের কিছু অংশ নিয়ে পৌরসভার যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ঘাঘর ইউনিয়নকে পৌরসভার আওতায় নেয়ার প্রক্রিয়া চললে মামলায় ঝুলে থাকে এ পৌরসভার নির্বাচন। মামলার সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে বোরবার নির্বাচন কমিশন আগামী ২৯শে মার্চ কোটালীপাড়া পৌরসভার নির্বাচনের দিন ঘোষণা করেন। এ উপলক্ষে বেলা ১১টায় পৌরবাসীর পক্ষ থেকে একটি আনন্দ মিছিল পশ্চিমপাড় থেকে শুরু হয়ে ঘাঘর বাজারসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

নোয়াখালীতে স্মরণসভায় ঘাতকদের ফাঁসি দাবি
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে: সুধারামে আওয়ামী লীগ সহ-সভাপতি বাবুল মেম্বার লোমহর্ষক খুনের ঘটনায় নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার স্মরণ সভায় ঘাতকদের ফাঁসি দাবি করেছেন দলীয় নেতা কর্মীরা। নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের কার্য-নির্বাহী কমিটির সদস্য ও চরমটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল মেম্বার হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা। গতকাল দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নের পানা মিয়া টি.এফ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম বাবুল মেম্বারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় এ দাবি জানানো হয়। স্মরণ সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেসকাত উদ্দিন চৌধুরী দিদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, চরমটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, আন্ডার চর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী হায়দার বকশী।

বিশ্ব জাকের মঞ্জিলে আখেরি মোনাজাত আজ
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে গতকাল সোমবার বিশ্ব ওলী  শাহ্‌সুফী খাজা বাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের  বিশ্ব উরস শরীফের ৩য়দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আজ মঙ্গলবার বাদ ফযর  বিশ্বওলির রওজা শরীফ জিয়ারতের মধ্য দিয়ে বিশ্বের শান্তিকামী মানুষের সুখ-শান্তি ও উত্তর উত্তর সাফল্য কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে উরসের সমাপ্তি ঘটবে। মোনাজাত পরিচালনা করবেন, বিশ্ব ওলীর আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা আলহাজ্ব খাজা মাহ্‌ফুজুল হক  মোজাদ্দেদী ও অপর প্রতিনিধি আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী। বিশ্বওলি কেবলাজান ছাহেবের ৪ দিনব্যাপী মহাপবিত্র বিশ্ব উরস শরীফে যোগদানে দেশ-বিদেশের শান্তিকামী মানুষের অবিরাম কাফেলাযোগে বিশ্ব জাকের মঞ্জিলে জনসমুদ্রে পরিণত হয়ে ছিল। ২০০১ সালে  ১লা মে (১৮ বৈশাখ) সোমবার দিবাগত রাত ১.৩৫ মিনিট মোতাবেক মঙ্গলবার কেবলাজান সাহেব দেশ-বিদেশের লাখ লাখ অনুসারীকে শোক সাগরে ভাসিয়ে দারুল বাকায় তশরীফ নেন।

মহেষপুর ইউপি’র নতুন ভবন উদ্বোধন
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: রায়পুরায় মহেষপুর ইউনিয়ন পরিষদ নতুন ভবন শুভ উদ্বোধন করা হয়েছে। রায়পুরা উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম মিয়া জানান স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে তন্ময় এন্টারপ্রাইজ এর মালিক কবীর হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় এ সরকারের উন্নয়নের অংশ হিসেবে রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি’র নেতৃত্বে আগামী কয়েকদিনের মধ্যে কয়েকটি ইউনিয়ন পরিষদ ভবনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের ব্রিজ, ভবন, রাস্তা  উদ্বোধন করা হবে। মহেষপুর ইউনিয়ন পরিষদ নতুন ভবন শুভ উদ্বোধন করা হয়েছে গতকাল সকালে মহেষপুর ইউনিয়ন পরিষদ নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রী উন্নয়নের রূপকার রাজিউদ্দিন আহমেদ রাজু-এমপি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status