খেলা

৭৫ রানে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৪:৪২ পূর্বাহ্ন

ফাইল ছবি


স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টেয়েন্টিতে ৭৫ রানে হার দেখে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কার দেয়া ২১৪ রানের টার্গেটে ১৮.৪ ওভারে ১৩৫ রানে অলআউট হয় তারা। এ নিয়ে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় পুড়লো টাইগারার। এর আগে প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পায় লঙ্কানরা। এদিন ইনিংসের শুরুতেই সৌম্য সরকার ও মুশফিকুর রহীমের উইকেট হারায় বাংলাদেশ। এর পর আশা জাগিয়েও উইকেট বিলিয়ে দিয়ে আসেন ইনজুরি কাটিয়ে ফেরা তামিম। ব্যাক্তিগত ২৯ রানে আউট হন তিনি। এর পর মাত্র ৫ রান করে মাদুশাঙ্কার শিকারে পরিণত হন  মোহাম্মদ মিথুন। এর আগে রানের খাতা না খুলেই আকিলা ধনঞ্জয়ার বলে জিবন মেন্ডিসের হাতে ধরা পড়েন তিনি। এর পরে ব্যক্তিগত ৬ রান  করে মাদুসাঙ্কার বলে আউট চন মুশফিকুর রহীম। এ দিন দলের পক্ষে মাহমুদুল্লাহ সর্বোচ্চ ৪১ রান করেন । এছাড়া আরিফুল ২, সাইফুদ্দিন ২০, মেহেদী ১১, মোস্তাফিজ ৮ ও রাহী ২ রান করেন। এর আগে টস হেরে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ২১০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলে পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন ওপেনার কুশল মেন্ডিস। এছাড়া ৪১ রান করেন আরেক ওপেনার গুনাতিলাকা। বাংলাদেশের বিপক্ষে সিরিজে টানা দ্বিতীয় টি-টোয়েন্টিতে অর্ধশতকের কৃতিত্ব কুসাল মেন্ডিসের। তবে আরো ভয়ঙ্কর হয়ে ওঠার আগে লঙ্কান এ ওপেনারকে সাজঘরে ফেরালেন মোস্তাফিজুর রহমান। ব্যক্তিগত ৭০ রানে মেন্ডিসের ক্যাচ লুফে নেন মেহেদী হাসান। এর আগে থিসারা পেরেরাকে সাজঘরের পথ দেখান বাংলাদেশের অভিষিক্ত পেসার আবু জায়েদ রাহী । ১৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ১৭৭/৩-এ।  দানুশকা গুনাতিলাকার ক্যাচ নিলেন তামিম ইকবালই। ১১তম ওভারের শেষ বলে স্লো মিডিয়াম পেসার সৌম্য সরকারের ডেলভারিতে সীমানা দড়ির কাছে ক্যাচ নেন তামিম। এতে ভাঙে শ্রীলঙ্কার ৯৮ রানের ওপেনিং জুটি। ৩৭ বলে ৪২ রানের ইনিংসে গুনাতিলাকা হাঁকান ৫টি চার ও দুটি ছক্কা।  
বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর ডেলিভারিতে দলীয় ৩৯ রানে লঙ্কান ওপেনার দানুশকা গুনাতিলাকার ক্যাচ ফেলেন তামিম ইকবাল। আর পরের ওভারের প্রথম বলে মোস্তাফিজুর রহমানকে চার হাঁকান গুনাতিলাকা। উড়ন্ত সূচনায় পাওয়ার প্লে’র ছয় ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ পৌঁছে ৬৩/০-তে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার পরিবর্তন নিয় একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এতে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে আবু জায়েদ রাহী ও মেহেদী হাসানের। দলে সুযোগ নিয়েছেন মোহাম্মদ মিঠুনও। রোববার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে  নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ । প্রথম টি-টোয়েন্টিতে নিজেদের রেকর্ড পুঁজি নিয়েও হার দেখে টাইগাররা। মিরপুর শেরে বাংলা মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। আর ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ১৯৩/৫-এ। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।  আগের রেকর্ডে ২০১২তে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৯০/৫। জবাবে ২০ বল হাতে  রেখে টার্গেট পার করে লঙ্কানরা। টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের রেকর্ড এটি লঙ্কানদের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status