খেলা

পিসিবি’র দূত হলেন শোয়েব আকতার

স্পোর্টস ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ১:৫৪ পূর্বাহ্ন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দু’টি গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আকতার। ক্রিকেট অ্যাফেয়ার্সের চেয়ারম্যানের পরামর্শক এবং পিসিবি’র ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে নিযুক্ত হলেন তিনি। সামাজিক মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবি’র চেয়ারম্যান নাজাম শেঠি। এর আগে ৪২ বছর বয়সী শোয়েবের সঙ্গে পিসিবি চেয়ারম্যান নাজামের সম্পর্ক খুব একটা ভালো ছিলো না। এর আগে অনেকবার নাজাম শেঠির সমালোচনা করেন শোয়েব। আর ২০১৩তে এক সংবাদ সম্মেলনে সরাসরি বলেন, শেঠির অধীনে পাকিস্তানের ক্রিকেট ধ্বংসের পথে। তাকে বুঝতে হবে তিনি একজন চেয়ারম্যান, টিভি উপস্থাপক নন। ২০১৫তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের বড় হারের দায়ে শেঠি এবং পুরো পিসিবিকে এক হাত দিয়েছিলেন শোয়েব। এছাড়া নিজের ১৪ বছরের খেলোয়াড়ি জীবনেও নাজামের সঙ্গে আরো অনেকবার বাদানুবাদে জড়িয়ে ছিলেন সাবেক এ গতি তারকা। তবে শোয়েবের কাজের বর্ণনা ও লক্ষ্য এখনো পরিস্কার নয়। এটা বোঝা যায় যে শোয়েব এবং শেঠির সম্পর্ক উষ্ণই হতে চলেছে। শোয়েব তার টুইটারে বলেছেন, পিসিবি আমাকে বেছে নেওয়ায় আমি সম্মানিত বোধ করছি এবং বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। ২০০৩’র ২২শে ফেব্রুয়ারি কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ গতির বলটি করেন পাকিস্তানের সাবেক এ গতি দানব। যার গতি ছিল প্রতি ঘণ্টায় ১০০.২৩ মাইল। এটি ক্রিকেট ইতিহাসের প্রথম শত মাইল পার করা দ্রুততম বল। পাকিস্তানের জার্সি গায়ে ৪৬ টেস্টে ১৭৮টি এবং ওয়ানডেতে ১৬৩ ম্যাচে ২৪৭ উইকেট শিকার করেন শোয়েব আকতার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status