শেষের পাতা

রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত করতে জনবল চায় দুর্যোগ মন্ত্রণালয়

বিশেষ প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবাসন দ্রুত করতে চায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এজন্য রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে জনবল নিয়োগ করার একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে তারা। প্রস্তাবে প্রতিটি ব্লকে একজন করে ক্যাম্প ইনচার্জ নিয়োগ দিতে ৩০ জন কর্মকর্তা চাওয়া হয়েছে। এছাড়া প্রত্যাবাসন কার্যক্রমের ব্যবস্থাপনা ও এনজিও কার্যক্রম তদারকিতে সহায়তা দিতে ২৭ জন সিনিয়র সহকারী সচিব বা সহকারী সচিবকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে নিয়োগ দেয়ার অনুরোধ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাব খতিয়ে দেখছেন তারা। সহসাই পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গেল বছরের ২৫শে আগস্ট থেকে প্রায় সাত লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে। তাই বিভিন্ন সময়ে আসা মিয়ানমার নাগরিকসহ বর্তমানে আশ্রয় প্রার্থী মিয়ানমার নাগরিকের সংখ্যা প্রায় ১০ লাখ। এর মধ্যে প্রায় ছয় লাখ উখিয়া উপজেলার কুতুপালং-বালুখালি এলাকায় বরাদ্দ করা তিন হাজার একরের সম্প্রসারিত মেগা ক্যাম্পে বসবাস করছে। অন্যরা উখিয়া ও টেকনাফের ১০টি বিভিন্ন এলাকায় বসবাস করছে। এদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় রোহিঙ্গাদের ভালোভাবে কীভাবে রাখা যায় এজন্য কিছু চ্যালেঞ্জের কথা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে জানিয়েছে। ওই সব চ্যালেঞ্জের মধ্যে আগামী বর্ষার আগে প্রাথমিক পর্যায়ে নির্মিত অস্থায়ী শেল্টারগুলো মেরামত করা, খাদ্য বিতরণের দ্বৈততা পরিহারসহ সবার ন্যূনতম খাবার পাওয়া নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া যেকোনো মহামারী রোধসহ সবার প্রয়োজনীয় চিকিৎসা সেবা, আট হাজারের বেশি গভীর নলকূপ স্থাপন ও রোহিঙ্গাদের নিত্যকার হানাহানি রোধ করতে প্রশাসনিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে ৭৩ জন কর্মকর্তাকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংযুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে উপ-সচিব ১৭ জন ও সিনিয়র সহকারী সচিব ৫৬ জন। এর বিপরীতে বর্তমানে মাত্র ১২ জন সিনিয়র সহকারী সচিব ও ৪ জন উপ-সচিব কর্মরত আছেন। সব মিলিয়ে ১৬ জন কর্মকর্তা কর্মরত আছেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মনে করে, এত অল্প জনবল দিয়ে প্রত্যাবাসন কার্যক্রম চালানো কষ্টকর। এজন্য নতুন করে জনপ্রশাসন মন্ত্রণালয় জনবল প্রস্তাব পাঠিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status