দেশ বিদেশ

খালেদার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপি’র গণস্বাক্ষর কর্মসূচি

১৮ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৯:২৬ পূর্বাহ্ন

মৌলভীবাজার
মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মৌলভীবাজারে জেলা বিএনপি’র ৩টি অংশ আলাদাভাবে গণ-স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছে। গতকাল জেলা শহরের পশ্চিমবাজার এলাকায় পৌনে ১২টার দিকে জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক মেয়র ফয়জুল করীম ময়ূনের নেতৃত্বে গণ-স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পরিচালিত পালন করা হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন এম এ মুহিত ও নুরুল আলম নোমান। সকাল ১১টার দিকে সহ-সভাপতি এমএ মুকিত ও আশিক মোশাররফের নেতৃত্বে গণ-স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হয় শহরের চৌমোহনায় শমশেরনগর সড়কে। এই সময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি হেলু মিয়া, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমদ, মুজিবুর রহমান খান, আবুল কালাম প্রমুখ। এদিকে দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম জানিয়েছেন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আরো কয়েকটি টিমে বিভক্ত হয়ে গণ-স্বাক্ষর সংগ্রহ করেছেন। এই টিমগুলোর নেতৃত্বে আছেন যুবদলের মুজিবুর রহমান মজনু ও মিজানুর রহমান নিজাম, স্বেচ্ছাসেবক দলের সৈয়দ ফয়ছল আহমদ, জাসাসের মারুফ আহমদ, শ্রমিক দলের সেলিম আহমদ ও ছাত্রদলের আফিকুর রহমান। অপর দিকে বেলা ২টার সময় মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান) এর নেতৃত্বে মৌলভীবাজার পৌরসভার সম্মুখে, চৌমুহনা ও চাঁদনীঘাট এলাকায় গণ-স্বাক্ষর গ্রহণ কর্মসূচি পালন করা হয়। উক্ত গণ-স্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা তাঁতী দলের সভাপতি আবদুর রকিব সাবু, জেলা বিএনপি নেতা সামা মিয়া, সাবেক চেয়ারম্যান শামিম আহমদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক স্বাগত কিশোর দাস চৌধুরী, পৌর কাউন্সিলার আনিছুজ্জামান বায়েস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহাদ মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ এম নিশাত, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুবেল মিয়া এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সুনামগঞ্জ
সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণ-স্বাক্ষর অভিযান কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। গতকাল বেলা ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন স্বাক্ষর দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানিকগঞ্জে বিএনপির গণ-স্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিকনির্দেশনায় জেলার ৭টি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছে জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল বাতেন মিয়া।

গাংনী
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাংনীতে বিএনপির পক্ষ থেকে গণ-স্বাক্ষর অভিযান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। গতকাল দুপুর ১২টার সময় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের গাংনীস্থ রাজনৈতিক কার্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করা হয়। কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাংনী পৌর বিএনপির ৮নং ওয়ার্ড সভাপতি সাইদুল ইসলাম।
চৌদ্দগ্রাম
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: গতকাল কুমিল্লার চৌদ্দগ্রামে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি কাজী নাসিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন ফিরোজ, ওহিদ উল্যাহ ভুঁইয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী জসিম, ৬নং ওয়ার্ড সেক্রেটারি ইয়াছিন কবির প্রমুখ।
টেকনাফ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফে বিএনপি ও অঙ্গসংগঠনের গণ-স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলছে। গতকাল কেন্দ্রঘোষিত এ কর্মসূচিটি বেলা সাড়ে ১০টায় টেকনাফ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়। টেকনাফ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকের সভাপত্বি অনুষ্ঠিত গণ-স্বাক্ষর কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক ও টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ।

নাঙ্গলকোট
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে গতকাল উপজেলা বিএনপি কার্যালয়ে গণ-স্বাক্ষর কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম নুরুল আফছার নয়ন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা অহিদুল ইসলাম, পৌরসভা যুবদল সভাপতি মাহবুবুল আলম সিজার, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌরসভা যুবদল নেতা।
বাগেরহাট
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে গণ-স্বাক্ষর কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। গতকাল সকালে শহরের জেলা বিএনপির কার্যলয়ে এ কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি এসকেন্দার আলীর সভাপতিত্বে গণ-স্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক এসকেন্দার হোসেন প্রমুখ।
নোয়াখালী
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে: গণসাক্ষর কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সামনের চত্বরে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে, সকাল থেকে গণস্বাক্ষর কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জড়ো হয়। এ সময় আইনজীবী সমিতির আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গণস্বাক্ষর কর্মসূচির সমাবেশে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পুনর্গঠিত বিএনপির সমন্বয়ক মো. শাহজাহান বলেন, এ সরকার জেল জুলুমের ভয় দেখিয়ে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। এই গণস্বাক্ষর গণবিপ্লবে রূপান্তরিত হবে। সরকার চারদিকে লুট করে খালেদা জিয়ার রায়ের মাধ্যমে নিজেদের অপকর্ম ঢাকতে চাচ্ছে। শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক টপির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, সেক্রেটারি বাবু কামাক্ষ্যা চন্দ্র দাস প্রমুখ।
এদিকে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে গণস্বাক্ষর করছে বিএনপির নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ে স্বাক্ষর কর্মসূচি শুরু করে। জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ জেলা, উপজেলা, পৌর বিএনপির নেতাকর্মীরাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন দোকান, হোটেল-রেস্তরাঁ ও পথচারীদের স্বাক্ষর নেন তারা।
সিংড়ায়
সিংড়া (নাটোর) প্রতিনিধি: গণস্বাক্ষর কর্মসূচি আওতায় নাটোরের সিংড়ায় দলীয় নেতাকর্মী, পেশাজীবী ও সাধারণ মানুষের কাছ থেকে গণস্বাক্ষর গ্রহণ করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার সকাল ১০টা উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা গণস্বাক্ষর দেয়ার মাধ্যমে এ কর্মসূচি শুরু করে।

ঝালকাঠি
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে জেলা বিএনপি। গতকাল সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির সামনে থেকে এ কর্মসূচি শুরু করা হয়। জেলা বিএনপির নেতৃবৃন্দ বিএনপিপন্থি আইনজীবীদের নিয়ে সড়কের বিভিন্ন স্থানে হেঁটে হেঁটে খালেদা জিয়ার পক্ষে জনসমর্থন আদায়ে গণস্বাক্ষর গ্রহণ করে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে জেলা বিএনপির দেয়া ফরমে স্বাক্ষর করেন। সকাল থেকে রাত পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
লক্ষ্মীপুরে
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পৃথকভাবে বিএনপির গণস্বাক্ষরতা কর্মসূচি পালন করছে নেতাকর্মীরা। গতকাল সকালে কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যাণ সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর নেতৃত্বে শহরের উত্তর তেমুহনীর নিজ বাসভবনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। এ সময় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী প্রমুখ।
অপরদিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি অপর একটি অংশ এ কর্মসূচি পালন করে। এ সময় খালেদা জিয়ার উপদেষ্টাম-লীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ শাসছুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম মামুনসহ অপর গ্রুপের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাগরপুর
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নাগরপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। শনিবার সকালে উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী এ গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন।
নওগাঁ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেছে জেলা বিএনপি। শনিবার বেলা ১২টায় কেড়ির মোড় বিএনপির দলীয় কর্যালয়ে এর উদ্বোধন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লে. কর্নেল (অব.) আবদুল লতিফ খান, জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সহ-সভাপতি কে,সি বদরুল আলম নয়ন চৌধূরী, যুগ্ম সম্পাদক আমিনুল হক বেলাল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণস্বাক্ষর করেন।
নবীনগর
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নবীনগর উপজেলা বিএনপির উদ্যোগে নবীনগর বড় বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রদল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রাজীব আহসান চৌধুরী পাপ্পুু। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মলাই মিয়া, যুগ্ম সম্পাদক উবাইদুল হক লিটন, জেলা বিএনপির সদস্য হাজী মো. শাহ আলম, উপজেলা দপ্তর সম্পাদক মো. হুমায়ন কবির, সাবেক প্রচার সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন রাজু, যুগ্ম আহবায়ক যথাক্রমে আসাদুজ্জামান দুলাল, হাবিবুর রহমান হেলাল, হাসিবুল হাদিস শাহিন, উপজেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক কাজী সুমন, ছাত্রদল সাবেক সভাপতি আমির হোসেন বাবুল, সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহনুর আলমগীর, উপজেলা ছাত্রদল সহ সভাপতি তোজাম্মেল হক বকুল, জামাল মিয়া, আল মাহমুদ কাউসার, সাংগঠনিক সম্পাদক আবু কাউসার, তোফাজ্জল হোসেন, আরিফুল ইসলাম, সাইদুল ইসলাম, ইয়ামিন, কৃষক দল সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষক দল যুগ্ম আহবায়ক আবুল বাশার প্রমুখ।
নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে: নারায়ণগঞ্জে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের মাসদাইরে মজলুম মিলনায়তনে এ দোয়া ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের তত্ত্বাবধায়নে এতে জেলা বিএনপি, মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলের নেতাকর্মী ও আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন। গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধনী বক্তব্যে তৈমুর আলম খন্দকার বলেন, সবাই যার যার মত গণস্বাক্ষর সম্পন্ন করে আজ (রোববার) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উপস্থিত থাকবেন। সেখানে আমরা স্মারকলিপি প্রদান করবো। দল এখন ঐক্যবদ্ধ। নেতাকর্মীরা এখন আরো বেশী উজ্জীবিত। বিএনপি ভাংগার ষড়যন্ত্র আওয়ামী লীগের জন্য মরণ ফাঁদ হবে।
কক্সবাজার
স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে: কক্সবাজারে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি শুরু করেছে বিএনপি। শনিবার সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক স¤পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল নিজে স্বাক্ষর করে এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ স¤পাদক এড. শামীম আরা স্বপ্না, দপ্তর স¤পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক স¤পাদক এম. মোকতার আহামদ, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, সাধারণ স¤পাদক গিয়াস উদ্দীন জিকু প্রমুখ।
বড়লেখা ও জুড়ী
বড়লেখা ও জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: গতকাল বড়লেখা ও জুড়ী উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন। জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠুর নেতৃত্বে জুড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে নেতৃবৃন্দ গণস্বাক্ষর করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক দেওয়ান আইনুল হক মিনু ও ছাত্রনেতা নিপার রেজা উপস্থিত ছিলেন। এদিকে বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, যুবদল নেতা সাইফুল ইসলাম খোকন, ছাত্রনেতা জুয়েল আহমদ, আব্দুল কাদির পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সমন্বয়কারী আব্দুল মালিক প্রমুখ উপজেলার বিভিন্ন পয়েন্টে গণস্বাক্ষর গ্রহণ করেন।
বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে: গণস্বাক্ষর অভিযান বরিশালে উদ্বোধন করেছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার। গতকাল দুপুর ১২টায় অশি^নী কুমার হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি। এখানে উদ্বোধনী বক্তব্যে মজির রহমান সরোয়ার বলেন, বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনঃরুদ্ধারে তাদের শান্তিপূর্ণ এই কর্মসূচি। তারা চাচ্ছেন জনতাকে সঙ্গে নিয়েই বেগম জিয়ার মুক্তি ও অনান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারে তারা কেন্দ্রঘোষিত কর্মসূচি চালিয়ে যাবেন। এ সময় সরোয়ার আরো বলেন, প্রহসনমূলক নির্বাচন এই বাংলার মাটিতে আর করতে দেয়া হবে না।
যশোর
স্টাফ রিপোর্টার, যশোর থেকে: যশোরের বিভিন্ন স্থানে বিএনপি গণস্বাক্ষর কর্মসূচি শুরু করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের স্বাক্ষর নেয়া হয়। গতকাল সকাল থেকে যশোরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণস্বাক্ষর শুরু হয়। দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে স্বাক্ষর ফরম সরবরাহ করা হয়েছে। ওয়ার্ড প্রতি ৫০০ করে স্বাক্ষর সংগ্রহের টার্গেট নেয়া হয়েছে। তাদের এই কর্মসূচি গ্রামপর্যায়ে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছেন অ্যাডভোকেট সাবু। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মনিরামপুরেও গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। গতকাল সকাল দশটায় উপজেলা বিএনপি কার্যালয়সহ উপজেলার ১৭টি ইউনিয়নে একযোগে এই কার্যক্রম শুরু হয়। কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক কাউন্সিলর মফিজুর রহমান প্রমুখ এতে অংশ নেন।
হবিগঞ্জ
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে: হবিগঞ্জে গণস্বাক্ষর কর্মসূচি হয়েছে। গতকাল সকাল ১১টায় দলের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ জি কে গউছ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মনজুর উদ্দিন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, হাজি এনামুল হক, প্রভাষক এনামুল হক, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মো. ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ প্রমুখ।
বান্দরবান
বান্দরবান প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বান্দরবানে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিএনপি। এ সময় মেম্বার পাড়া থেকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ার জামানকে আটক করেছে পুলিশ। গতকাল দুপরে এ ঘটনা ঘটে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং এবং সাবেক সভাপতি সাচিংপ্রু জেরীর নেতৃত্বে বিএনপির দু’গ্রুপের নেতাকর্মীরা আলাদাভাবে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নেয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাছির চৌধুরী, বিএনপি নেতা মুজিবুর রশীদ, জেলা যুবদলের আহ্বায়ক আবু বক্কর, জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক দোলতুল কবীর খানসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ভাঙ্গা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ভাঙ্গায় বিএনপির উদ্যোগে গণস¦াক্ষর কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বিএনপির উপজেলা কার্যালয় খন্দকার টাওয়ারে এ উপলক্ষে গণস্বাক্ষরতা কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি খোন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status