দেশ বিদেশ

চট্টগ্রামে তল্লাশি চৌকিতে গুলির পেছনে ‘কিশোর গ্যাং’

চট্টগ্রাম প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৯:২৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে তল্লাশি চৌকিতে পুলিশকে গুলির পেছনে জড়িত ‘কিশোর গ্যাং’। এই গ্যাংয়ের তিনজনকে এ পর্যন্ত আটক করেছে পুলিশ। গতকাল সকালে অভিযান চালিয়ে মুরাদপুর এলাকা থেকে রাকিব ও প্রত্যয় নামে দুজনকে আটক করা হয়। শুক্রবার বিকালে গুলি করার সময় হাকিম নামে একজনকে পুলিশ ধরে ফেলে।
জিজ্ঞাসাবাদে হাকিমের দেয়া তথ্যমতে রাকিব ও প্রত্যয়কে আটক করা হয়। এ ঘটনায় জড়িত আরো দুজনকে আটকের চেষ্টা চলছে বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আবদুল ওয়ারিশ।
তিনি বলেন, আটক তিনজনই কিশোর গ্যাংয়ের সদস্য। এরা নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট, মুরাদপুর ষোলশহর ও নাসিরাবাদের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ে জড়িত। এদের বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে। এদের মধ্যে রাকিব ও প্রত্যয় এবারের এসএসসি পরীক্ষার্থী।
আবদুল ওয়ারিশ বলেন, শুক্রবার বিকালে পাঁচলাইশ থানার এসআই নুরুল ইসলাম ও এএসআই আবদুল মালেক আরো তিন পুলিশ সদস্য নিয়ে ষোলশহর দুই নম্বর গেইটের রেলস্টেশন সড়ক মুখে তল্লাশি চৌকিতে নিয়মিত তল্লাশি কাজ শুরু করেন। এ সময় একটি মোটরসাইকেলের নম্বর প্লেট পেপার দিয়ে মোড়ানো দেখে তাদের থামতে বলেন। এ সময় পেছনে থাকা আরো একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহীর একজন অতর্কিতে পিস্তল বের করে গুলি করা শুরু করে। এতে এএসআই আবদুল মালেক পায়ের হাঁটুর উপরে গুলিবিদ্ধ হয়ে মাটিতে ঢলে পড়েন। পুলিশের এসআই নুরুল ইসলাম এ সময় পাল্টা গুলি করলেও মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। তবে পেছন থেকে হাকিম নামে এক আরোহীকে জাপটে ধরে ফেলেন এসআই নুরুল ইসলাম। নুরুল ইসলাম জানান, দুটি মোটরসাইকেলে চার কিশোর আরোহী থাকলেও আরো ১০-১৫ জন কিশোর তখন ঘটনাস্থলে ছিল। তারা হাকিমকে ছাড়াতে অনেক চেষ্টা করছিল। তখন তারা এই কিশোর গ্যাংয়ের সদস্য কিনা তা তাৎক্ষণিকভাবে মাথায় আসেনি। পরে চিন্তায় আসলে এরাও একই দলের হতে পারে। আর যদি হয় তাহলে এই হামলা পরিকল্পিত ছিল। তবে জিজ্ঞাসাবাদের পর হাকিম পাঁচ জন জড়িত থাকার কথা বললেও অন্য কারো জড়িত থাকার কথা স্বীকার করেনি। তার দেয়া তথ্যমতে, পুলিশ গতকাল সকালে অভিযান চালিয়ে রাকিব ও প্রত্যয়কে মুরাদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। তবে পুলিশকে গুলি করা পিস্তলটি উদ্ধার করা সম্ভব হয়নি। পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, আটক প্রত্যয় কাজেম আলী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। তার বাসা নগরীর সুগন্ধা আবাসিক এলাকায়। রাকিব নাসিরাবাদ বয়েজ হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তার বাসা নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে। তিনি বলেন, এ ঘটনায় ১০ জনকে আসামি করে এসআই নুরুল ইসলাম বাদী হয়ে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশকে গুলি করা পিস্তল ও জড়িত দুই কিশোরকে আটকে পৃথক কয়েকটি স্থানে অভিযান চলছে। গুলিবিদ্ধ এএসআই আবদুল মালেক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রচুর রক্তক্ষরণের কারণে তাকে কয়েক ব্যাগ রক্ত দেয়া হয়েছে। চিকিৎসকরা তাকে আশঙ্কামুক্ত বললেও গুলি বের করতে অপারেশন করতে হবে বলে জানান।
মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি হামলাকারীরা উঠতি কিশোর অপরাধী। এর আগে আদনান হত্যাসহ কয়েকটি অপরাধে কয়েকজন কিশোর বন্দি রয়েছে। এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, পুলিশকে গুলি করার ঘটনায় জড়িত আটক কিশোররা ওই সময় কোনো ছিনতাইয়ে যাচ্ছিল। কিন্তু তল্লাশির মুখে ধরা পড়ার ভয়ে তারা গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রাজনৈতিক ছত্রছায়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে বলেও ধারণা করছি। জড়িত অন্যদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status