দেশ বিদেশ

দেবী চৌধুরানীর স্মৃতিবিজড়িত ভবানী পাঠকের প্রাচীন মন্দির পুড়ে ছাই

কলকাতা প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৯:২৫ পূর্বাহ্ন

সাহিত্যিক বঙ্কিম চট্টোপাধ্যায়ের লেখা দেবী চৌধুরানী উপন্যাসে বর্ণিত ভবানী পাঠকের মন্দির শুক্রবার রাতে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কয়েক শতাব্দী প্রাচীন এই মন্দিরের সঙ্গে জড়িত দেবী চৌধুরানীর স্মৃতি। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের শিকারপুর এলাকায় ছিল এই মন্দিরটি। কাঠের তৈরি প্যাগোডা ধাঁচের ছিল মন্দিরটি। সাহিত্যের পাঠকদের কাছে এটির বিশেষ আকর্ষণ ছিল। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার রাত ১০টা নাগাদ মন্দিরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় গোটা মন্দিরটি। পরে দমকলের ২টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে মন্দিরের ভিতরে জ্বলন্ত প্রদীপের শিখা থেকে আগুন লেগেছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। স্থানীয় মানুষ অবশ্য নাশকতার তত্ত্ব সামনে তুলে ধরেছেন। ফরেনসিক তদন্তের কথাও ভাবা হচ্ছে। শনিবার সকালে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব ঘটনাস্থল খতিয়ে দেখে জানিয়েছেন, রাজ্য সরকার মন্দিরটি পুনর্গঠন করবে। বঙ্কিমের লেখাতেই ভবানী পাঠকের এই ডেরার কথা প্রথম জানা যায়। উপন্যাসে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের বিস্তারিত বিবরণ রয়েছে। বঙ্কিম যখন ম্যাজিস্ট্রেট ছিলেন তখনই এই কাহিনীর মূল ঘটনা জানতে পেরেছিলেন। তাকে ভিত্তি করেই লিখেছিলেন উপন্যাসটি। জনপ্রিয়তায় এটি আজও একই রকম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status