বাংলারজমিন

কক্সবাজার কারাগারে বন্দিদের সচেতনতা বাড়াতে সভা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

১৮ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৯:১৯ পূর্বাহ্ন

অসহায় কারাবন্দিদের আইনি সহায়তা ও দুস্থ নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম। তিনি বলেছেন, কারাগারে অনেক অসহায় বন্দি আছেন যাদের স্বজনদের খোঁজ মিলে না। তাদের খুঁজে খুঁজে বের করে তাদের জন্য কাজ করার আহবান জানান তিনি। হাজতিদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহতা নিয়ে কথা বলেন জেলা ও দায়রা জজ। বলেন, অল্প টাকার লোভে পড়ে অনেকেই মাদক বহন করে। এতে একটি সুন্দর পরিবারে সুখ শান্তির বদলে অশান্তি ও ধ্বংস নেমে আসে। পরিবারের কর্তা আটক হলে স্ত্রী সন্তানদের জীবনে করুণদুর্দশা নেমে আসে। ভবিষ্যৎ যে কোন ধরনের মাদক সমাজ ও পরিবারের ধ্বংস ঢেকে আনে উল্লেখ করে তিনি হাজতিদের ছাড়া পাওয়ার পরম মাদকসহ যে কোন ধরনের অপরাধ থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। তিনি গতকাল কক্সবাজার জেলা কারাগারে কারাবন্দিদের মাঝে আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী জজ, লিগ্যাল এইড অফিসার তাওহিদা আকতারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন জেল সুপার বজলুর রশিদ আখন্দ। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওসমান গনি, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট মোশারফ হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন, পিপি মমতাজ উদ্দিন, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ড. মহি উদ্দিন আলমগীর, সহকারী পুলিশ সুপার রুহুল কুদ্দুস তালুকদার, জেলা বারের সভাপতি ইছাক আহম্মদ, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, লিগ্যাল এইড কমিটির সদস্য এডভোকেট আবুল কালাম, রেজাউর রহমান প্রমুখ। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, অসহায় কারাবন্দি ও দুস্থ মানুষ যাতে আইনের শাসন থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে সকল পেশার লোকজনকে কাজ করতে হবে। আর তখনই সুফল আসবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status