বাংলারজমিন

সিলেট ক্লাব লিমিটেডের নতুন কমিটির অভিষেক

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৯:১৯ পূর্বাহ্ন

সিলেট ক্লাব লিমিটেডের নতুন কমিটির অভিষেক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে ওসমানী বিমানবন্দর সংলগ্ন বড়শালা এয়ারপোর্ট বাইপাস সড়কের ক্লাব প্রাঙ্গণে মনোজ্ঞ এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জালালাবাদ সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এসএম শামিম উজ-জামান বিএসপি, এনডিসি, পিএসসি, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএম আবদুল মোমেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, গুলশান ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল, উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন মাহমুদ, সিলেট ক্লাবের বিদায়ী প্রেসিডেন্টে এটিএম শোয়েব ও নতুন কমিটির প্রেসিডেন্ট হাসিন আহমদ। ক্লাবের সভ্য মিশফাক আহমদ চৌধুরীর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক মো. হাফিজ আহমদ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিএফআইয়ের কর্নেল এসএম বাহাউদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। ২০১৮ সালের নব-গঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে ছিলেন, ভাইস-প্রেসিডেন্ট আফজাল রশীদ চৌধুরী, মেম্বার এডমিন মুফতি তাহের আহমেদ, মেম্বার ফাইনেন্স ওলায়েত হোসাইন লিটন, মেম্বার স্পোর্টস অ্যান্ড কালচার বিজয় কুমার দাস, মেম্বার রিক্রিয়েশন আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী ও মেম্বার ইন্টারটেইনমেন্ট মাসরুফ আহমদ মাসুক। বিদায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবুর রব বাবুল, মুহিতুল বারী রাহমান, হানিফ আলম চৌধুরী ও ফায়সাল চৌধুরী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status