দেশ বিদেশ

হারলে নেতাকর্মীরা হত্যার শিকার হতে পারে: মেনন

স্টাফ রিপোর্টার

১৮ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

আগামী নির্বাচনে হারলে মহাজোট সরকারের বিপুলসংখ্যক নেতাকর্মী হত্যাকা-ের শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল সকাল ১০টার দিকে রাজধানীতে আওয়ামী বাস্তুহারা লীগের সভায় তিনি এ কথা বলেন। মেনন বলেন, অনেক নেতা কানাডা, ইংল্যান্ডসহ দেশের বাইরে দ্বিতীয় বাড়ি (সেকেন্ড হোম) বানিয়েছেন। ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকে বিভিন্ন দেশের দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন। নির্বাচনে পরাজয় হলে সরকারের উচ্চ পর্যায়ের অনেকে জীবন বাঁচাতে বাইরে গেলেও নির্যাতন-নিপীড়নের শিকার হতে হবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের। বিজয় নিশ্চিত করতে মহাজোটের সকল পর্যায়ের নেতাকর্মীদের আরো সক্রিয় হবার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘কারাবন্দি খালেদা জিয়াকে বঙ্গবন্ধুর “কারাগারের রোজনামচা” পৌঁছে দেয়া উচিত। তাহলেই তিনি বুঝতে পারবেন বাংলাদেশের স্বাধীনতা আনতে বঙ্গবন্ধুসহ রাজনৈতিক নেতাদের জেলে কি ধরনের জীবনযাপন করতে হয়েছে। সে তুলনায় তিনি প্রথমদিন থেকেই কারাগারে রানির হালে আছেন।
সংগঠনের সভাপতি নুরুদ্দিন খানের সভাপতিত্বে সভায় ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট এম এ হামিদ খান, কলাবাগান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status