বাংলারজমিন

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন

আওয়ামী লীগ ১০ বিএনপি ১ পদে বিজয়ী

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে

১৭ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৯:২৫ পূর্বাহ্ন

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী সমর্থিত প্রার্থীরা সভাপতিসহ ১০ পদে জয়ী হয়েছেন। একমাত্র সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থী। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর রাতভর গণণা শেষে গতকাল শুক্রবার ভোর ৪টায় ফল ঘোষণা করা হয়। সমিতির বর্তমান সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমর্থিত প্রার্থী এ্যাড. সৈয়দ ওবায়দুল্লাহ সাজু ৩৯১ ভোট পেয়ে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ পেয়েছে ৩২২ ভোট। আবুল কালাম আজাদ সৈয়দ ওবায়দুল্লাহ সাজুর কাছে ৬৯ ভোটে পরাজিত হয়েছে। সাধারণ সম্পাদক পদের নির্বাচনে জাতীয়তাবদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাড. এস.এম. সাদিকুর রহমান লিংকন ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। লিংকনের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এ্যাড. দেলোয়ার হোসেন দিলু ৩৪১ ভোট পেয়ে ৩২ ভোটে পরাজিত হয়েছে। এছাড়া অর্থ সম্পাদক পদে উজ্জল কুমার রায়ের নিকট পরাজিত হয়েছে শাহানুর খানম, সহ সভাপতি মো. শামসুল হুদা জিন্নাত ও মো. মাহমুদ হোসেন মাখন, যুগ্ম সম্পাদক পদে আতিকুর রহমান জুয়েল ও ফাহাদ এম এ বাসার নির্বাচিত হয়েছে। নির্বাহী সদস্য পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ৪ জনই বিজয়ী হয়েছে এরা হচ্ছেন আব্দুল ওয়াদুদ হাওলাদার, মো. হুমাউন কবির খান-৩, মুহাম্মদ আরিফুর রহমান (আরিফ) ও ইময়িাজ আহমেদ কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছে।

এবারের নির্বাচনে রাজনৈতিক দলীয় পরিচয়ের বাইরে রেখে স্বতন্ত্র প্যানেল পরিচয় ব্যানারে নির্বাচনের আয়োজন করা কথা থাকলেও নির্বাচন হয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মধ্যে। ভোট গণনা শেষে শুক্রবার ভোর রাত ৪টায় নির্বাচন উপ-পরিষদের আহবায়ক এ্যাড. মহসিন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণকালে ৮৩৪ প্রার্থীর ভোটারের মধ্যে ৭৩২ জন ভোট প্রদান করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status