শেষের পাতা

‘ভালোবাসা দিবস উদযাপন হারাম নয়’

মানবজমিন ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৯:০২ পূর্বাহ্ন

ভালোবাসা দিবস উদযাপন মা দিবস উদযাপনের মতোই। এ কারণে এটা অনৈসলামিক না। সৌদি আরবের মক্কা নগরীর সাবেক ধর্মীয় পুলিশ প্রধান শেখ আহমেদ কাসিম আল-ঘামদি এমনটাই বলেছেন। আরব নিউজকে তিনি বলেন, ‘পুরো বিশ্বজুড়েই ১৪ই ফেব্রুয়ারি উদযাপিত হয়েছে। এটা শুধু অমুসলিমদের জন্য ছিল না। এটা একটা সামাজিক অনুষ্ঠান ছিল যেটা মুসলিমরাও উদযাপন করতে পারেন।’ তিনি আরো বলেন, ‘ভালোবাসা দিবস উদযাপন করা ইসলামিক শিক্ষার পরিপন্থি নয়। কেননা, এটা পার্থিব, সামাজিক একটা বিষয়; জাতীয় দিবস ও মা দিবস পালনের মতো। এসব অভিন্ন সামাজিক বিষয়গুলো পুরো মানবজাতিই উদযাপন করে। এগুলো কোনো ধর্মীয় ইস্যু নয় যার অনুমোদনের জন্য ধর্মীয় প্রমাণ থাকতে হবে। এ রকম অনেক পার্থিব জিনিস আছে যেগুলো আমরা নৈতিকভাবে মেনে চলি যা জনপ্রিয়তার কারণে মুসলিম সম্প্রদায়গুলোর মধ্যে প্রচলিত হয়েছে। সেগুলো হয়তো অমুসলিম সমপ্রদায়ের কাছেও আগ্রহের বস্তু হতে পারে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status