বাংলারজমিন

ভৈরবের হত্যা মামলার ৪৪ আসামি কারাগারে

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১৬ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:৪৩ পূর্বাহ্ন

ভৈরবের একটি হত্যা মামলার ৪৪ আসামির সবাইকে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা বৃহস্পতিবার কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাহমুদের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক আবেদন নাকচ করে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৩ই ডিসেম্বর ভৈরবের ভবানীপুর এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবু তাহের ভূঁইয়া নামে এক ব্যক্তি খুন হন। নিহত আবু তাহের ভূঁইয়া ভৈরবের জাফর নগরের মৃত হাজী বাবুল ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় নিহতের ছোটভাই গোলাপ ভূঁইয়া বাদী হয়ে মোট ৪৪ জনকে আসামি করে ১৫ই ডিসেম্বর ভৈরব থানায় হত্যাসহ দণ্ডবিধির ১৬টি ধারায় মামলা দায়ের করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আবু তাহের ভূঁইয়া গত ১৩ই ডিসেম্বর সকাল ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে ভবানীপুর চকবাজারে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী কবির, হানিফ, উবায়দুল্লাহ ও জামাল মিয়াসহ আসামিরা বল্লম ও দা’সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাহের ভূঁইয়াকে মারাত্মক আহত করে। এসময় তার চিৎকারে স্ত্রী রেহেনাসহ স্বজনেরা এগিয়ে গেলে তাদেরকেও মারাত্মক আহত করা হয়। আবু তাহের ভূঁইয়াকে মুমূর্ষু অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status