বাংলারজমিন

মেডিকেল কলেজের দাবিতে সোচ্চার মৌলভীবাজার

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৬ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:০৪ পূর্বাহ্ন

এক দাবিতে জেলাবাসী জোটবদ্ধ। মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই। এ নিয়ে দীর্ঘদিন ধরে জেলা ও জেলার বাইরে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। যৌক্তিক ওই দাবিতে প্রবাসীরাও যুক্ত হচ্ছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করা হচ্ছে। দেশগুলোতে থাকা মিশনে স্মারকলিপিসহ লিখিত দাবি জানাচ্ছেন তারা। চলছে গোলটেবিল, সভা-সেমিনারও। জেলাশহর থেকে উপজেলায়ও ছড়াচ্ছে আন্দোলন। মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে সার্বজনীন ওই দাবির বিষয়টি তুলে ধরা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা প্রচার-প্রচারণা। স্কুল, কলেজ শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরাও সোচ্চার। জানা গেছে, ২৩শে জানুয়ারি জেলাবাসীর এই দাবিটি জাতীয় সংসদে তুলে ধরেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। এছাড়াও প্রধানমন্ত্রীর সাম্প্রতিকালে সিলেট সফরে জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এ নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন। মেডিকেল কলেজের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া সংগঠন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর নেতৃবৃন্দও এ নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণে বেশক’টি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন। যার মধ্যে ছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, মানবন্ধন, জেলা প্রশাসক ও জাতীয় সংসদের চিপ হুইপ বরাবর স্মারকলিপি প্রদান এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা। এ নিয়ে গত ১২ই ফেব্রুয়ারি রাজধানীতে ঢাকাস্থ মৌলভীবাজার সমিতির আয়োজনেও মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এ্যাডভোকেট তবারক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদের পরিচালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সৈয়দ মোস্তাক আহমদ। বক্তৃতা করেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ আব্দুল মোক্তাদির, ব্যাংকার সি এম তোফায়েল সামি, তাজুল মোহাম্মদ, আবুল ফয়েজ মো. আবেদ, ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ, সীমা করিম, ফয়েজ আহমদ, নাজমুল ইসলাম লাকি, মুনিম চৌধুরী, এম মুহিবুর রহমান মুহিব, সৈয়দা সানজিদা শারমিন, লাকি মনি দেবনাথ, ফাহিমা খানম চৌধুরী মনি, আতাউর রহমান, রাকিব খান, বুরহান উদ্দিন প্রমুখ। এদিকে এ নিয়ে আগামী ১৭ই ফেব্রুয়ারী মৌলভীবাজার শহরেও একটি গোল টেবিল আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status