বিনোদন

‘সব চূড়ান্ত হলে জানাব’

কামরুজ্জামান মিলু

১৬ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৮:২৪ পূর্বাহ্ন

চলচ্চিত্রের কাজের প্রতি দারুণ শ্রদ্ধাশীল চিত্রনায়িকা আইরিন। আর শোবিজের সবচেয়ে বড় এ মাধ্যমটি নিয়ে তিনি খুব আশাবাদী। কারণ, এ অভিনেত্রী মনে করেন চলচ্চিত্রের হাওয়া দিন দিন বদলাচ্ছে। সে সঙ্গে সংশ্লিষ্টদের চিন্তা-ভাবনার পরিবর্তনও হচ্ছে। র‌্যাম্প মডেলিং থেকে উঠে আসা এই অভিনেত্রী আরো বলেন, এখন তো ঢাকা ও ঢাকার বাইরে একসঙ্গে প্রতি সপ্তাহে কোনো না কোনো ছবি মুক্তি পাচ্ছে। পাশাপাশি দেশের বাইরেও আমাদের ছবি দর্শক দেখছে। তাই কাজের প্রতিযোগিতাও বেড়েছে। এ কারণে আমি হতাশ না। আমার মনে হয়, সামনে বাংলা ছবির বাজার আরো বড় হবে। এজন্য নিয়মিত ভালো কাজের সঙ্গে যুক্ত থাকাটা খুব জরুরি। ঢাকাই চলচ্চিত্রে পথচলা শুরুর পর থেকে এরই মধ্যে আইরিন অভিনীত বেশ কিছু ছবি বড় পর্দায় মুক্তি পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘ইউটার্ন’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবিনী’। এছাড়া সবশেষ তার অভিনয়ে আবু সাইয়িদ পরিচালিত ‘একজন কবির মৃত্যু’ নামের একটি ছবি কলকাতার ও ঢাকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এ ছবি নিয়ে জানতে চাইলে আইরিন বলেন, এতে আমার চরিত্রের নাম নন্দিনী। এ ছবিতে একজন মৃত্যুদূতের চরিত্রে অভিনয় করেছি। ভিন্নধর্মী একটি চরিত্র। গণ-অর্থায়নে নির্মিত ব্যতিক্রমী এ ছবিটি প্রদর্শিত হওয়ার পর উৎসবের অনেক দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি আমি। বর্তমানে কাজের ব্যস্ততাও বেড়েছে আইরিনের। এ প্রসঙ্গে তিনি বলেন, বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্রছায়া’ ছবির কাজ শেষ করেছি। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন নীরব। এবারই প্রথম একসঙ্গে কাজ হচ্ছে আমাদের। ছবির প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীনের পরবর্তী সময়। গল্পটা বর্তমান সময় পর্যন্ত গড়িয়েছে। এ বছর আরো বেশকিছু ছবি মুক্তি পাবে আমার। এরমধ্যে রয়েছে সাইফ চন্দনের ‘টার্গেট’, শফিকুল ইসলাম সোহেলের ‘ভোলা’ এবং অরণ্য পলাশের ‘গন্তব্য’। সম্প্রতি শফিকুল ইসলাম সোহেলের ‘ভোলা’ ছবির শেষ ভাগের কাজ করলাম। এ ছবিতে আমার বিপরীতে বাপ্পি চৌধুরী এবং ‘গন্তব্য’ ছবিতে ফেরদৌস ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি। সব ধরনের চরিত্রেই কাজ করার ইচ্ছে আছে আমার। সেভাবেই কাজ করার চেষ্টা করছি। আর ভালো গল্পের অপেক্ষায় থাকি আমি। তবে যে ধরনের গল্প এবং বাজেটসম্পন্ন ছবিতে কাজ করতে চাই, তা তো আমার কাছে আসে না। তাই মাঝে মাঝে একটু মন খারাপও হয়। আইরিন আরো বলেন, অভিনয় শিল্পী হিসেবে আমি প্রতি মুহূর্তে নতুন গল্প ও চরিত্রের সন্ধান করি। এদিকে এ সময়ের চলচ্চিত্র সম্পর্কে এ নায়িকা বলেন, এ মাধ্যমটিতে নির্মাণ পরিকল্পনাতে বেশ পরিবর্তন এসেছে। এটা আমার কাছে ইতিবাচক দিক মনে হয়। আর সবদিক ঠিক থাকলে সামনে চলচ্চিত্রে আরো সুবাতাস বইবে বলে মনে করি আমি। চলচ্চিত্রের বাইরে কিছুদিন আগে আইরিন ‘বউ এনে দে’ শিরোনামের একটি গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেও জনপ্রিয়তা পান। সৈকত নাসির পরিচালিত এ মিউজিক ভিডিও নিয়ে তিনি বলেন, আমি সাধারণত মিউজিক ভিডিওর মডেল হিসেবে আগে কাজ করিনি। তবে এ গানের অ্যারেঞ্জমেন্ট ভালো ছিল। তাই সবকিছু মিলে যাওয়ার কারণে করেছি। গানটি প্রকাশের পর বেশ সাড়াও পেয়েছি আমি। ‘গন্তব্য’ ছবির কাজ নিয়ে জানতে চাইলে সবশেষে আইরিন বলেন, এ ছবিতে ফেরদৌসের ভাইয়ের বিপরীতে জেলের বৌয়ের চরিত্রে অভিনয় করেছি। সাধারণ মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো একটা গল্প। সঞ্জীবন সিকদারের পথনাটক ‘ও বললো’ থেকে এ ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। জেলেপাড়ার পাশাপাশি শহরের একটি গল্পও যোগ করা হয়েছে। এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। এছাড়া নতুন কাজের বিষয়ে জানতে চাইলে বলেন, নতুন কাজ নিয়ে টুকটাক কথা হচ্ছে। তবে কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি। তাই এ বিষয়ে কিছু বলতে চাই না। সব চূড়ান্ত হলে জানাব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status