খেলা

ইতিহাস গড়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

স্পোর্টস ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৪ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাসে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পেল ভারতীয়রা। এতে প্রোটিয়াদের হটিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলো ভারত। মঙ্গলবার ৬ ম্যাচ সিরিজের পঞ্চম ওয়ানডেতে ৭৩ রানে জয় দেখে সফরকারীরা। এতে ৪-১ এ সিরিজ নিশ্চিত হয় ভারতের। আর ১২২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে আসে ভারত। ১১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে ওয়ানডে ও টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার কৃতিত্ব দেখালো বিরাট কোহলির ভারত। টি-টোয়েন্টিতে তৃতীয় স্থানে রয়েছে তারা। ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু করেছিল ভারত। ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রাখতে অসুবিধা হয়নি ভারতের। টেস্টে ১২১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত এবং ৬ পয়েন্ট কমে একধাপ নিচে দক্ষিণ আফ্রিকা। আর এ ফরম্যাটে ৭১ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। পোর্ট এলিজাবেথের সেইন্ট জর্জেস পার্ক মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে ভারতের ইনিংস থামে ২৭৪/৭-এ। ওপেনার রোহিত শর্মা করেন ১২৬ বলে ১১৫ রান। ওয়ানডেতে এটি রোহিতের ১৩তম সেঞ্চুরি।  জবাবে ৭.৪ ওভার বাকি রেখে ২০১ রানে গুঁড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status