অনলাইন

শিক্ষামন্ত্রীর অপসারণ চেয়ে আইনি নোটিশ

স্টাফ রিপোর্টার

১৪ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ৩:৫৪ পূর্বাহ্ন

দেশের সব পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস বন্ধে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ব্যর্থ হওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে তার পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। আজ বুধবার সকালে ডাকযোগে তিনি নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়, প্রাথমিক সমাপনী, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ সব পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস বন্ধে শিক্ষামন্ত্রী ব্যর্থ। সুতরাং তার ওই পদে থাকার অধিকার নেই। তার স্থলে সংবিধানের ৫৬ (২) অনুচ্ছেদ অনুযায়ী যিনি সংসদ সদস্য নন এমন একজন শিক্ষায় অসামান্য দক্ষ ও উচ্চশিক্ষিত নাগরিককে শিক্ষামন্ত্রী করা উচিত। এছাড়া  প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার নামে সার্টিফিকেট বাণিজ্য করে। সেখানে লেখাপড়ার প্রয়োজন নেই। দেখার কেউ নেই। শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে শুধুই দোষ চাপাচ্ছেন কোচিং সেন্টারকে। সরকারের কর্মকর্তারা এসবের সাথে জড়িত। অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায়, সংবিধানের ৫৮ (১) (ক) (গ) (২) অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন অথবা প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করবেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নোটিশের বিষয়ে কোনও কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও জানিয়েছেন এই আইনজীবী।

[পিসি]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status