বাংলারজমিন

সাবিহাকে বাঁচাতে বাবার আকুতি

বগুড়া প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ১০:১৭ পূর্বাহ্ন

ডাক্তার সময় দিয়েছেন মাত্র ১৫ দিন। টাকা লাগবে মাত্র দুই লাখ। এতেই বেঁচে যেতে পারে ছোট্ট শিশু সাবিহা। কোটি মানুষের কাছে এই টাকার পরিমাণ অতি নগণ্য হলেও গরিব পিতা আবদুস সালামের কাছে এই টাকা জোগাড় করা কঠিন। সংগত কারণেই মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন তিনি। ছোট্ট শিশু সাবিহা বয়স মাত্র তিন বছর। শিশুটি জানে না তার হার্ট ফুটো হয়ে গেছে। জন্ম থেকেই ঠবহঃৎরপঁষধৎ ঝবঢ়ঃধষ উবভবপঃ (ঠঝউ) নামক হৃদরোগ নিয়ে বেড়ে উঠছিল সে। গত বছরের অক্টোবর। বাবা তাকে নিয়ে প্রথমে বগুড়ায় হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়। তারপর ডাক্তার তার বাবাকে জানান তার মেয়ে জন্মগতভাবেই হৃদরোগে আক্রান্ত। তারপর মেয়ের উন্নত চিকিৎসার জন্য দিনমজুর বাবা সিরাজগঞ্জের খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানেই শিশু সাবিহার চিকিৎসা চলছে। সাবিহার ওপেনহার্ট সার্জারি করতে পারলেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে বলে জানিয়েছেন মেডিকেলের প্রফেসর ডা. লুৎফর রহমান। ডাক্তার বলেছেন, এজন্য বেশি দিন সময় হাতে নেই। ১৫ দিনের মধ্যে তার সার্জারি করতে হবে। এই সময়ের মধ্যে অপারেশন না করলে আর কিছুই করার থাকবে না। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া তালুকদারপাড়া গ্রামের কাগজ মিলের শ্রমিক আব্দুস সালামের মেয়ে সাবিহা জানে না অপারেশনটা করতে না পারলে সে আর পৃথিবীর আলো দেখতে পারবে না। এ পর্যন্ত দরিদ্র বাবা তার চিকিৎসার জন্য ২০ হাজার টাকার মতো খরচ করেছেন। কিন্তু তার ওপেন হার্ট সার্জারি করতে ১ লাখ ৬০ হাজার টাকা লাগবে। আর ওষুধপথ্যসহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে যার পরিমাণ দাঁড়াবে ২ লাখের মতো; যা তার গরিব বাবার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তাই তিনি মেয়ের চিকিৎসার জন্য দেশের বিত্তবান মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন। আগ্রহীরা সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন ০১৭১৭৮৫২৬৮২ নম্বরে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status