দেশ বিদেশ

ট্রাকের হেলপার থেকে জেএমবি, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

১৪ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ৯:৫৫ পূর্বাহ্ন

ঝিনাইদহের মো. নুরুজ্জামান লাবু। কর্মজীবন শুরু করেছিলেন বাস-ট্রাকের হেলপার হিসেবে। লন্ড্রির দোকানেও কাজ করেছেন কিছুদিন। পরে দিনমজুর ও রিকশাচালক হিসেবে জীবন-যাপন করছিলেন। ছোটবেলায় লেখাপড়ার জন্য ভর্তি হয়েছিলেন মাদ্রাসায়। কিন্তু বেশিদূর লেখাপড়া করতে পারেননি। পরে ধীরে ধীরে জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িয়ে পড়েন। সাইফ, ওরফে রুবেল, ওরফে রবিন এবং সাগর ওরফে মারুফ ওরফে সোহাগ ওরফে শিহাবের মাধ্যমে তিনি ধর্মীয় উগ্রবাদিতায় প্রবেশ করেন। তারাই তাকে জঙ্গিবাদে উদ্বুব্ধ করে বিধর্মীদের হত্যা ও আক্রমণ করতে অনুপ্রাণিত করে। বিভিন্ন সময় ঝিনাইদহ এলাকায় স্কুলমাঠে ও একটি গ্যারেজে সমমনাদের নিয়ে গোপনে বৈঠক করতেন। তাকে স্থানীয় জেএমবি’র পক্ষ থেকে একটি অটোরিকশাও কিনে দেয়া হয়। রিকশা চালানোর অজুহাতে সে বিভিন্ন এলাকায় রেকি করতো। মুসলিম হতে ধর্মান্তরিত খ্রিস্টানদের অনুসরণ করত। এমনকি খ্রিস্টান থেকে মুসলিম হওয়া এক ব্যক্তিকে হত্যা করার ছকও কষেছিল। বর্তমানে সে জেএমবি ঝিনাইদহ অঞ্চলের আঞ্চলিক পর্যায়ের নেতা। এছাড়া সে বোমা বানাতে বিশেষভাবে পারদর্শী। সম্প্রতি র‌্যাব’র হাতে গ্রেপ্তার হওয়ার পর এমনই তথ্য দিয়েছে জেএমবি সদস্য মো. নুরুজ্জামান লাবু। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) সোমবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সোনালী ব্যাংক মোড় থেকে নুরুজ্জমান লাবুসহ দু’জন জেমমবি সদস্যকে আটক করেছে। অপরজন হলেন, ফরিদপুরের নাজমুল ইসলাম শাওন। গতকাল কাওরান বাজার র‌্যাব’র মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান, র‌্যাব-২ পরিচালক লে. কর্নেল আনোয়ারুজ্জামান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দু’জনই জেএমবি’র সদস্য হিসেবে পরিচয় দিয়েছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status