খেলা

দেশব্যাপী অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে

স্পোর্টস রিপোর্টার

১৪ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ৯:১৯ পূর্বাহ্ন

যুব সম্প্রদায়কে জঙ্গিবাদ ও মাদকের করাল গ্রাস থেকে রক্ষার জন্য দেশব্যাপী অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে সরকার। গতকাল সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮’ আয়োজনের বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এতে সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়েছে, আগামী অর্থবছর থেকে ১৭ বছর বয়সীদের এ টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হবে। জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিটি উপজেলায় নির্মাণাধীন মিনি স্টেডিয়ামকে বছরব্যাপী খেলা উপযোগী করে ব্যবহারের ওপর সভায় জোর দেয়া হয়। সভায় যুব ও ক্রীড়া সচিব আসাদুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন অর্থ বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, সেবা সুরক্ষা বিভাগ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status