বাংলারজমিন

ভালুকায় প্রশ্নপত্র ও মোবাইলসহ আটক ৪

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ৮:৫৪ পূর্বাহ্ন

ভালুকায় মঙ্গলবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে মোবাইলে পদার্থ বিজ্ঞান ‘ক’ ও ‘খ’ সেট প্রশ্ন ও উত্তরপত্রসহ ৪ জনকে পুলিশ আটক করেছে। এরা হলো- শ্রীপুর উপজেলার আবদার গ্রামের আবদুস ছালামের পুত্র সবুজ মিয়া, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের বাইরে উপজেলার সাতেঙ্গা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মিনারা খাতুন (৩৫), ভালুকা পৌরসভার ৩নং ওয়ার্ডের শামছুল হুদার স্ত্রী জাকিয়া সুলতানা (৩৭) ও রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রামেশ্বরপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র মনোয়ার হোসেন (২১)।
আটককৃতরাকেন্দ্রের বাইরে ঘুরাফেরা করার সময় সন্দেহ হলে মোবাইলসেটে প্রশ্নপত্রসহ তাদের আটক করে পুলিশ।
এদিকে ভালুকা উপজেলার ভরাডোবা হাইস্কুল সংলগ্ন একটি রুমে মঙ্গলবার দুপুরে এসএসসি পরীক্ষা চলাকালে তিন শিক্ষক কোচিং করানো অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই কোচিং সেন্টারের তিন শিক্ষককে প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা আদায় ও কোচিং সেন্টার সিলগালা করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status