বিনোদন

ইউটিউবে সুস্মিতা আনিসের ‘তোমার আকাশ’-এর মিউজিক ভিডিও

স্টাফ রিপোর্টার

১৪ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ৮:৪৪ পূর্বাহ্ন

শিল্পী সুস্মিতা আনিসের নতুন গান ‘তোমার আকাশ’ গত ১২ই ফেব্রুয়ারি সন্ধ্যায় মুক্তি পেয়েছে। রাজধানীর বেইলি রোডের একটি রেস্তরাঁয় অনাড়ম্বরপূর্ণ আয়োজনে ‘তোমার আকাশ’ গানের মিউজিক ভিডিও ইউটিউবে সুস্মিতা আনিস চ্যানেল (যঃঃঢ়ং://িি.িুড়ঁঃঁনব.পড়স/ ধিঃপয?া=ড়ঞঞীঈতহষজ৯গ) এবং ফেসবুকে (যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ংযঁংসরঃধ.ধহরং.সঁংরপ/) সুস্মিতা আনিস পেজে আপলোড করা হয়। গানটির অডিও এবং মিউজিক ভিডিও মুক্তি অনুষ্ঠানে শিল্পী সুস্মিতা আনিস, কম্পোজার অদিত রহমান, গীতিকার সোহেল আরমান, মিউজিক ভিডিওর মডেল তানজিন তিশা, পরিচালক তানিম রহমান অংশু নিজেদের অনুভূতি-অভিজ্ঞতা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শেয়ার করেন। সুস্মিতা আনিস বলেন, তরুণী মনের স্বপ্ন-ভাবনা-ভলোলাগা নিয়ে ‘তোমার আকাশ’ গানটি তৈরি হয়েছে। দর্শকরা গানটি উপভোগ করলে আমাদের চেষ্টা সার্থক হবে। তিনি আরও বলেন, শ্রোতাদের সব সময় নতুন কিছু দেওয়ার চেষ্টা আমার ছিল, এখনো আছে। ব্যস্ততার মধ্যে থেকেও আমি শ্রোতাদের ভালোলাগার বিষয়কে গুরুত্ব দিয়ে গান করার চেষ্টা করি। গত বছরের ফেব্রুয়ারিতে আমার ‘কেউ জানুক আর না-ই জানুক’ গানটি শ্রোতা-দর্শকরা পছন্দ করেছেন। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আশা করছি, ‘তোমার আকাশ’ গানটিও শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। কম্পোজার অদিত রহমান বলেন, এই গানটি তৈরি করে শ্রোতাদের সামনে আনতে আমাদের ছয় মাস সময় লেগেছে। সুস্মিতা আপা অত্যন্ত যত্ন নিয়ে গানটি করেছেন। আশা করি, শ্রোতারা পছন্দ করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী বাপ্পা মজুমদার, মানাম আহমেদ, হামিন আহমেদ, মাহদী প্রমুখ। ‘তোমার আকাশ’ গানটির মিউজিক ভিডিও শুটিং হয়েছিল নেপালের পর্যটন নগরী পোখারার তুষারশুভ্র পাহাড়ি জনপদ ডামপুসে। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তানজিন তিশা এবং নেপালের মডেল-অভিনেতা নারায়ণ ঢাকাল। ডামপুসের পাহাড় ও লেকে শুটিং হওয়া গানে তিশাকে দর্শকের সামনে পর্যটকের চরিত্রে হাজির করেছেন পরিচালক তানিম রহমান অংশু। তানজিন তিশা বলে, সুস্মিতা আনিসের গানটি দারুণ, এর মডেল হিসেবে হতে পেরে আমি খুবই আনন্দিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status