খেলা

ভেস্তে গেল আশরাফুল-তাইবুরের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৭:২১ পূর্বাহ্ন

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সেঞ্চুরি করলেও তার দল কলাবাগান ক্রীড়া চক্র হেরে গেছে। মঙ্গলবার সাভারের বিকেএসপিতে তার দল ২৯০ রান করেও কোন পাত্তা পায়নি প্রাইম দোলেশ্বরের কাছে। লিটন দাসের শতরানের সুবাদে ৮ উইকেট ও ৩০ বল হাতে রেখে ৩ খেলায় দ্বিতীয় জয় পায় দোলেশ্বর। তিন খেলায় এটি কলাবাগানের দ্বিতীয় হার। ১২৩ বলে ১৪৩ রান করে অপরাজিত থাকেন লিটন দাস। ১৪ চার আর তিন ছক্কা হাঁকান তিনি। দলের মার্শাল আইউব ৯১ রানে অপরাজিত থাকেন। ৭৩ বলে এ রান করার পথে ২ ছক্কা ৯ চার মারেন তিনি।
টসে হেরে ব্যাট করতে নেমে ৪৭ রানে তিন উইকেট হারায় কলাবাগান। পরে আশরাফুল-তাইবুর চতুর্থ উইকেটে সংগ্রহ ২৩৫ পর্যন্ত নিয়ে যান। আশরাফুল ১০৪ রান করেন ১৩১ বলে। আর তাইবুর রহমান পারভেজ ১০৯ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন। ৭২ লিস্ট এ ম্যাচে এটি প্রথম শতক তার।
খেলাঘরের কাছে হারলো গাজী গ্রুপ
জহুরুল ইসলাম সেঞ্চুরি করেছিলেন বটে কিন্তু চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার জিততে পারেনি। তিন খেলায় তাদের দ্বিতীয় হারের স্বাদ দেয় খেলাঘর সমাজকল্যাণ সমিতি। বিকেএসপিতে জহুরুল ১০২ রারলেও ৫০ ওভারে ৫ উইকেটে ২৪৭ রান করে গাজী গ্রুপ। জবাবে ৪৮.৩ ওভারে ৫ উইকেটে ২৪৯ রান করে খেলাঘর। সর্বোচ্চ ৮৫ রান করে ম্যাচসেরা হন অনূর্ধ ১৯ দলের মহিদুল ইসলাম অঙ্কন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status