বিনোদন

এফডিসিতে বিনামূল্যে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ বিতরণ

স্টাফ রিপোর্টার

১৩ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৩:৫৭ পূর্বাহ্ন

এফিডিসির জহির রায়হান মিলনায়তনে আজ সকাল ১১টায় ম্যান পাওয়ার ডেভলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি)-এর পক্ষ থেকে এফডিসির চার শতাধিক পরিচালক, শিল্পী, প্রযোজক ও কলাকুশলীর মাঝে বিনামূল্যে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এমডিপির নির্বাহী পরিচালক স্বপন কুমার রায়, পরিচালক শাহ আলম কিরণ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক ফরমান আলী, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমীর হোসেন, চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক অভিনেতা ফারুক, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ আরো অনেকে। এমডিপির নির্বাহী পরিচালক স্বপন কুমার রায় বলেন, আমরা এর আগে দেশজুড়ে ৩৮ জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ছাত্রছাত্রী, শিক্ষক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে ১ লাখ ৩৮ হাজার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তুলে দিয়েছি। এবার এফডিসির শিল্পী-কলাকুশলীদের হাতে তা তুলে দিলাম। ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। চিত্রনায়ক ফারুক বলেন, এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। বঙ্গবন্ধু জাতির পিতা। বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে হলে অবশ্যই তার আদর্শ জানতে হবে। আমি সংস্থাটির জন্য শুভকামনা জানাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status