খেলা

বর্ণবাদের শিকার ইমরান তাহির!

স্পোর্টস ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ১:২৯ পূর্বাহ্ন

ক্রিড়া জগতে খেলোয়াড়দের সঙ্গে বর্ণবাদী আচরণ এ আর নতুন কিছু নয়। ক্রিকেটে ইতহাসেও রয়েছে এর অনেক ঘটনা। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিভিন্ন পদক্ষেপের পরেও থামাতে পারেনি এই বাজে আচরণের ঘটনা। সর্বশেষ বর্ণবাদের শিকার হলেন দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির। শনিবার ভারতের বিপক্ষে জোহানেসবার্গে চলমান ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হন তাহির। ইতোমধ্যে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-১ এ পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা। সোমবার এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তবে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া বলে জানায় সিএসএ। পাকিস্তানি বংশোদ্ভূত তাহির ২০১১ থেকে খেলছেন দক্ষিণ আফ্রিকার হয়ে। এর মধ্যে প্রেটিয়াদের হয়ে ২০ টেস্ট, ৮৪ ওয়ানডে ও ৩৬টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেন এ ৩৮ বছর বয়সী লেগ স্পিনার। তারপরও নিজ দেশেই শিকার হয়েছেন এমন আচরণের। ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিও চিত্রে দেখা যায়, তাহির দর্শক সারিতে থাকা ভক্তদের সাথে কথা বলছেন। কয়েকজন দর্শক তাহিরকে খারাপ খেলোয়াড় বলতে শুনা যায়। পরে তিনি স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা কর্মকর্তাদের বিষয়টি জানালে তারা সেই সমর্থকদের শনাক্ত করে স্টেডিয়াম থেকে বের করে দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status