প্রথম পাতা

চিরকাল আমিও ক্ষমতায় ছিলাম না, আওয়ামী লীগও থাকবে না

স্টাফ রিপোর্টার

১৩ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ১০:১৮ পূর্বাহ্ন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকা-১৭ (ক্যান্টনমেন্ট, গুলশান , বনানী, ভাষানটেক) আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। গতকাল দুপুরে ভাষানটেক মোড়ে পথসভায় হুসেইন মুহম্মদ এরশাদ এ ঘোষণা দেন। ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে নির্বাচিত হয়েছিলেন তিনি। এ সময় তিনি বলেন, চিরকাল কেউ ক্ষমতায় থাকে না, আমিও ছিলাম না। আওয়ামী লীগও থাকবে না। আমার সময়ে খুন গুম ছিল না। মানুষ শান্তিতে ছিল। আপনারা আমাকে ভোট দিলে, আবার শান্তি ফিরিয়ে আনতে চাই। এরশাদ বলেন, আমি এখানকার এমপি ছিলাম। আগামীতে আবার নির্বাচন করতে চাই। আপনারা কি আমাকে ভোট দেবেন? তখন উপস্থিত জনতা হাত উঠিয়ে তাকে সমর্থন জানান। তিনি আরো বলেন, আমি বড়লোকের রাজনীতি করি না, গরিবের রাজনীতি করি। আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চাই। আপনারা আমাকে সমর্থন দিলে দেখিয়ে দিতে চাই কিভাবে মানুষের পাশে থাকা যায়। পথসভার আগে আগুনে পুড়ে যাওয়া ভাষানটেক বস্তি পরিদর্শন করেন তিনি। ক্ষতিগ্রস্তদের ব্যক্তিগত পক্ষ থেকে যথাসম্ভব সাহায্যের প্রতিশ্রুতি দেন এবং সরকারকে তাদের পুনর্বাসনের দায়িত্ব নেয়ার অনুরোধ জানান এরশাদ। পথ সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status