প্রথম পাতা

লন্ডনে হামলার পেছনে তারেক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

১৩ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ১০:১৮ পূর্বাহ্ন

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে হামলার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জড়িত বলে দাবি করেছেন আওয়ামী  লীগের সাধারণ সমপাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে কক্সবাজার টেকনাফ সড়কের শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়ক নামকরণের ফলক উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই দাবি করেন মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা। যে একটা দেশের বিদেশী দূতাবাসে হামলা চালানো হয়। এই হামলার নির্দেশদাতা লন্ডনে অবস্থানরত, জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। তার নির্দেশেই, তিনি নিজে করিয়েছেন। খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভাঙার জন্য বিএনপিই যথেষ্ট। দুপুরে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে কোটবাজার স্টেশনে এক পথসভায় বক্তব্য রাখেন। বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এসব কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, এমপি আবদুর রহমান বদি, এমপি সায়মুম সরওয়ার কমল, এমপি আশেক উল্লাহ রফিকসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status