বাংলারজমিন

খালেদার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির মানববন্ধন

১৩ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:৪৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে মানববন্ধন
মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস। সোমবার (১২ই ফেব্রুয়ারি)  দুপুরে পুরাতন হাসপাতাল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সহসভাপতি ফয়জুল করিম ময়ুন, কামালপুর ইউপির চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম নুমান প্রমুখ। এই কর্মসূচিতে অংশ নেন বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল ও জাসাস এর নেতাকর্মীরা। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। একই দাবিতে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদলের একাংশ। গতকাল (সোমবার) শহরের বেরীরপাড় হয়ে কুসুমমবাগ পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ছাত্রদল নেতা আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে ও  ছাত্রদল নেতা মামুন পারভেজ এর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি পিপলু আব্দুল হাই, ছাত্র নেতা ইসহাক চৌধুরী মামনুন।
রাজবাড়ী
রাজবাড়ী প্রতিনিধি: বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজবাড়ীতে ঝটিকা বিক্ষাভ করেছে জেলা বিএনপির মহিলা দলের নেত্রীরা। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের মহিলা কলেজ সড়কে তারা এ বিক্ষোভ করে। বিক্ষোভে এ সময় উপস্থিত ছিলেন, মহিলা দলের সভানেত্রী কুমকুম নজরুল, সম্পাদিকা অধ্যাপিকা ইয়াসমিন আক্তার, রাজিয়া বেগম, মমতাজ লতিফ, স্মৃতি ইসলামসহ অন্য নেত্রীবৃন্দ।
সরিষাবাড়ী
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকারের মিথ্যা মামলার সাজার প্রতিবাদে সরিষাবাড়ীতে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির উদ্যোগে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ রোডে প্রায় এক কিলোমিটার পথজুড়ে এ মানববন্ধন পালিত হয়।
রাবি
রাবি প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফের মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা দল)। সোমবার সকাল সাড়ে ১০টায়  বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বাগেরহাট
বাগেরহাট প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মামলায় সাজা দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাগেরহাট জেলা বিএনপি। সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি এই মানববন্ধন কর্মসূচি পালন করে। কঠোর পুলিশি প্রহরায় মানববন্ধন কর্মসূচিতে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম প্রমুখ।
টেকনাফ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে টেকনাফে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে টেকনাফ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবীদলের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। সোমবার সকাল ১১ টার দিকে টেকনাফ পৌরসভার প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে ব্যানার হাতে বিভিন্ন স্লোগানে পৌর শহর মুখরিত হয়ে ওঠে। এ সময় ‘বনদি আছে আমার মা, ঘরে ফিরে যাব না’-ইত্যাদি স্লোগান দেয় নেতাকর্মীরা।
মুন্সীগঞ্জ
স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ থেকে : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা নথির রায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এই মানববন্ধন করা হয়।
বড়লেখায় পুলিশের বাধা
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে গতকাল সোমবার বেলা ১২টায় বড়লেখা পৌর শহরে এক মানববন্ধন কর্মসূচি করার উদ্যোগ নেয়। এ সময় বড়লেখা থানা পুলিশের বাধায় এ মানববন্ধন কর্মসূচি পণ্ড  হয়। তারা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন- আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধায়, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে বলে জানিয়েছেন, জেলা বিএনপি নেতা মুহিবুর রহমান ফারুক, মুজিবুর রাজা চৌধুরী, প্রভাষক ফখরুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মহিলা দলের অন্যতম নেত্রী আমিনা আক্তার ডলি, বিএনপি নেতা ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা হাজী সেলিম, উপজেলা যুবদল নেতা আব্দুল হাফিজ ললন, সাইফুল ইসলাম খোকন, ছাত্রনেতা জুয়েল আহমদ, জাহাঙ্গীর আহমদ, নাদের আহমদ প্রমুখ।
ঘাটাইলে বিএনপির  মানববন্ধন
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা প্রদান ও কারাগারে প্রেরণের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সোমবার সকালে মানববন্ধন করেছে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ।   
ফেনী
ফেনী প্রতিনিধি: ফেনীতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা বিএনপি, জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম ও ছাত্রদল।
সোমবার সকালে শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহেরের নেতৃত্বে গুটিকতেক নেতা-কর্মী ব্যানার নিয়ে মানববন্ধনে দাঁড়ান। প্রায় পাঁচ মিনিট দাঁড়ানোর পর পুলিশের কয়েকটি গাড়ি মানববন্ধন স্থলে আসতে দেখে দ্রুত সটকে পড়ে নেতা-কর্মীরা।
বান্দরবান
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসময় পুলিশ কর্মসূচি থেকে ২ জন যুবদল কর্মীকে আটক করেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা শহরের হকহিল টাওয়ারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানিকগঞ্জে
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার মানববন্ধন করতে পারেনি জেলা বিএনপি। সকল প্রস্তুতি নিয়ে সকালে জেলা বিএনপি কার্যালয়ে অবস্থান নিতে গেলে নেতাকর্মীরা পুলিশি বাধার মুখে পড়েন বলে অভিযোগ জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাতেনের। এছাড়া  সকালে জেলা বিএনপি নেতা কাজী রায়হান উদ্দিন টুকু, কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা ছাত্রদল নেতা জিন্নাহসহ নেতাকর্মীদের বাসায় বাসায় গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান চালিয়েছে বলেও এই নেতার অভিযোগ।
গাজীপুর
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে  মানববন্ধন করেছে বিএনপি। সোমবার দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক নগরের ওয়ার্ড কাউন্সিলর হান্নান মিয়া হান্নুর নেতৃত্বে মহানগরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় মহানগর বিএনপির ব্যানারে তারা এ কর্মসূচি পালন করে। এতে অন্যান্যের মধ্যে বিএনপি ও ছাত্রদল নেতাদের মধ্যে তাজউদ্দীন তাজু, নাজমুল খন্দকার সুমন, মোনায়েম খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
খুলনায়
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে: খুলনায় গতকাল সকাল ১১টায় নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে পালিত হয় এই কর্মসূচি। নির্ধারিত সময়ের আগে থেকেই নগরীর সকল থানা ও ওয়ার্ড থেকে হাজার হাজার বিক্ষুব্ধ কর্মীর মিছিল সমাবেশস্থলে এসে হাজির হয়।  যুদ্ধসাজে নিয়োজিত শত শত পুলিশের বন্দুক উঁচিয়ে সতর্ক উপস্থিতি ও রক্তচক্ষু উপেক্ষা করে মিছিলের পর মিছিল আসতে থাকে। মিছিলকারীদের স্লোগান ছিল- খুনি হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।  
বিএনপির নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, সাবেক এমপি মুজিবর রহমান, খানজাহান আলী থানা বিএনপি সভাপতি মীর কায়সেদ আলী, নগর বিএনপির উপদেষ্টা জাফরউল্লাহ খান সাচ্চু, সহ সভাপতি সিরাজুল ইসলাম, নগর বিএনপির যুব সম্পাদক শফিকুল আলম তুহিন, মহিলা দল সভাপতি সৈয়দা রেহানা আক্তার, নগর যুবদল সভাপতি মাহবুব হাসান পিয়ারু, নগর স্বেচ্ছাসেবক দল সভাপতি আজিজুল হাসান দুলু, নগর শ্রমিক দল সাধারণ সম্পাদক মুজিবর রহমান, নগর ছাত্রদল সভাপতি শরিফুল ইসলাম বাবু। কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ওলামা দল নেতা মাওলানা আব্দুল গফফার।
জয়পুরহাট
জয়পুরহাট প্রতিনিধি: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছর ও সিনিয়র ভাইস চেয়ারম্যান  তারেক রহমানের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বিএনপি।
গতকাল বেলা ১২টায় জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনকালে বক্তৃতা করেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির  ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির সহসভাপতি  মমতাজ উদ্দিন মণ্ডল, ফজলুর রহমান, অধ্যক্ষ সামছুল হক, সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজ্‌ার হোসেন, যুবদল নেতা অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক, জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রধান প্রমুখ।
সেনবাগ
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দেয়ার প্রতিবাদে ও মুক্তির দাবিতে সেনবাগে মানববন্ধন করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আধা ঘণ্টাব্যাপী সেনবাগ পৌরসভার দক্ষিণ বাজার দলীয় কার্যালয়ের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে সেনবাগ পৌর বিএনপির সহসভাপতি রহিম উল্লাহ চৌধুরী সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সহ-সভাপতি ইউসুফ মজুমদার, নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরনবী বাচ্চু।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও প্রতিনিধি: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বিএনপির নেতাকর্মীরা মানববন্ধনে দাঁড়ালে পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়। বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওয়াদুল্লাহ মাসুদ, যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নূর প্রমুখ।
লক্ষ্মীপুরে
লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে  জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আজ সোমবার সকালে আদালত চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের করে আইনজীবীরা। পরে বিক্ষোভ মিছিলটি আদালত চত্বর হয়ে জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান, অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, হারুনুর রশিদ ব্যাপারীসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status