বাংলারজমিন

সোনাগাজীতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফেনী প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:৪৭ পূর্বাহ্ন

সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিনসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার জিরোয় পয়েন্ট সংলগ্ন দলীয় কার্যালয় ও সামনের সড়কে এঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধরা দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে তারা ফেনী-সোনাগাজী সড়কের ডাকবাংলায় প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। ছাত্রলীগের একাধিক নেতা জানায়, দীর্ঘ দিন ধরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিনের সাথে সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খন্দকারের বিরোধ চলে আসছিল।  সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ছাত্রলীগের মিছিল শেষে দলীয় কার্যালয়ে সামনে অবস্থান করলে দু’পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সাধারণ সম্পদকের সমর্থকরা লাঠিসোটা নিয়ে সভাপতি সমর্থকদের উভয় হামলা করে। এক পর্যায়ে ভাংচুর করা হয় দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল। পুলিশ তাদের বাধা দিলে বিক্ষুদ্ধরা পুলিশের উপর চওড়া হয়। হামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, পৌর ছাত্রলীগ নেতা শাহিন আলম, ইসমাঈল হোসেন মিয়াজী, তৌহিদ, রিজভী, মুরাদ, মাসুদ, সুমন আহত হয়। আহতদের মধ্যে রবিনকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেলা সদর হাসপতালে ভর্তি করা হয়। বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে হামলার পর সভাপতি রবিনের সমর্থকরা ফেনী-সোনাগাজী সড়কের ডাকবাংলা অংশে টায়ার জ্বালিয়ে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে যেয়ে যানচলাচল স্বাভাবিক করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status