খেলা

ক্রিকেটে এমন ঘটনা কবে কে দেখেছে!

স্পোর্টস ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:৪৩ পূর্বাহ্ন

ক্রিকেট মাঠে অদ্ভুত ঘটনার সাক্ষী হলো শারজাহ।  পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৩৩৩/৫। আর জবাবে ১৭৯ রানে গুঁড়িয়ে গিয়ে ১৫৪ রানে হার দেখেছিল জিম্বাবুয়ে। রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় নিয়ে সমতায় ফেরে জিম্বাবুয়ে। আর এটি ছিল অনেকটাই প্রথম ম্যাচের ‘ফটোকপি’। রোববার শারজায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঠিক ৩৩৩/৫ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে জিম্বাবুয়ে। জবাবে ১৭৯ রানেই গুঁড়িয়ে গিয়ে ১৫৪ রানের হার দেখে আফগানিস্তান। প্রথম ওয়ানডেতে শতক পেয়েছিলেন আফগান ওয়ানডাউন ব্যাটসম্যান রহমত শাহ (১১৪)। ছয় নম্বরে ব্যাট হাতে ৫১ বলে হার না মানা ৮১ রানের ইনিংস খেলেছিলেন নজিবুল্লাহ জাদরান। রোববার  সেঞ্চুরি হাঁকান জিম্বাবুয়ের ওয়ানডাউন ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর (১২৫)। আর পাঁচ নম্বরে ব্যাট হাতে ৭৪ বলে ৯২ রান করেন জিম্বাবুয়ের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার  সিকান্দার রাজা। প্রথম ওয়ানডেতে ৪ উইকেট পেয়েছিলেন আফগান লেগস্পিনার রশিদ খান। আর দ্বিতীয় ওয়ানডেতে চার উইকেট নেন জিম্বাবুয়ের লেগস্পিনার গ্রায়েম ক্রেমার। তিন বছর পর সেঞ্চুরি পেলেন ব্রেন্ডন টেইলর। ২০১৫ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ১৩৮ রানের ইনিংস খেলেন তিনি। আসরে আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টেইলর করেন ১২১ রান। আর বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দেন এ জিম্বাবুইয়ান ক্রিকেটার। তবে তিন বছর পর অবসর ভাঙেন টেইলর। বাংলাদেশের মাটিতে এবারের ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে দলে ফেরেন তিনি। সিরিজে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে টেইলর করেন ২৪ ও ০। আর শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৩৮ ও ৫৮ রান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে শারজাহ মাঠে ১৬ রানে উইকেট খোয়ান তিনি। রোববার ম্যাচে বড় লজ্জার মুখে ছিল আফগানরা। দলীয় ১১৫ রানে নবম উইকেট খোয়ায় আফগানিস্তান। তবে ১০ নম্বরে ব্যাট হাতে ২৯ বলে হার না মানা ৪৭ রানের ইনিংস খেলেন দৌলত জাদরান। এতে দৌলত হাঁকান দুটি চার ও আধাডজন ছক্কা। ওয়ানডেতে ১০ নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ডটি রবি রামপালের। ২০১১তে বিশাখাপত্তমে স্বাগতিক ভারতের বিপক্ষে ১০ নম্বরে ব্যাট হাতে হার না মানা  ৮৬ রানের ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের এ ক্রিকেটার। তার ২০০৯-এ আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৭৩ রানের রেকর্ড ছিল পাকিস্তানের ১০ নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ আমিরের।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান-জিম্বাবুয়ে
প্রথম ওয়ানডে ৯ই ফেব্রুয়ারি
টস: আফগানিস্তান, ব্যাটিং
আফগানিস্তান: ৫০ ওভার; ৩৩৩/৫ (রহমত শাহ ১১৪, নজিবুল্লাহ ৮১*, ইহসানুল্লাহ ৫৪, ক্রেমার ৩/৪৭)।
জিম্বাবুয়ে: ৩৪.৪ ওভার; ১৭৯ (মিরে ৩৪, আরভিন ৩৩, রাজা ২৫, রশিদ খান ৪/২৬, মুজিবুর রহমান ২/৪১)।
ফল: আফগানিস্তান ১৫৪ রানে জয়ী
ম্যাচসেরা: রহমত শাহ (আফগানিস্তান)

দ্বিতীয় ওয়ানডে ১১ই ফেব্রুয়ারি
টস: জিম্বাবুয়ে, ব্যাটিং
জিম্বাবুয়ে: ৫০ ওভার; ৩৩৩/৫  (টেইলর ১২৫, রাজা ৮২ মাসাকাদজা ৪৮, রশিদ খান ২/৩৬)।
আফগানিস্তান: ৩০.১ ওভার; ১৭৯  (দৌলত ৪৭*, রহমত ৪৩, নবী ৩১, ক্রেমার ৪/৪১, চাতারা ৩/২৪)।
ফল: জিম্বাবুয়ে ১৫৪ রানে জয়ী
ম্যাচসেরা:  ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status