বিশ্বজমিন

রোহিঙ্গাদের ‘নোম্যান্স ল্যান্ড’ ছেড়ে যাওয়ার নির্দেশ মিয়ানমারের

মানবজমিন ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:৩৬ পূর্বাহ্ন

রাখাইনের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তের মধ্যবর্তী ‘নোম্যান্স ল্যান্ড’ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন মিয়ানমারের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল অং সো। তিনি সতর্ক করে বলেন, রোহিঙ্গারা সেখানে অবস্থান করলে তাদের ফল ভোগ করতে হবে। তাদের উচিত মিয়ানমারে ফিরে আসার বিষয়ে সরকারে নির্দেশনা মেনে নেয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তাকে এসব কথা বলতে দেখা যায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যবর্তী তম্ব্রুতে অবস্থানরত ৬ হাজার রোহিঙ্গার উদ্দেশে মন্ত্রী অং সো এসব কথা বলেন। তিনি বলেন, তারা এখন যেখানে অবস্থান করছে তা মিয়ানমারের সীমানার মধ্যে। তারা মিয়ানমার সরকারের নির্দেশনা প্রত্যাখ্যান করলে তা নোম্যান্স ল্যান্ডে
অবস্থানরত রোহিঙ্গাদের জন্য ভালো ফল বয়ে আনবে না। তম্ব্রু’তে মিয়ানমারের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর পরিদর্শনের খবর নিশ্চিত করেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। স্থানীয় বিজিবি কমান্ডার মঞ্জুরুল হাসান খান বলেন, শুক্রবার মিয়ানমার কর্তৃপক্ষ শরণার্থীদের নোম্যান্স ল্যান্ড ছেড়ে যেতে বলেন।  তম্ব্রুতে অবস্থানরত শরণার্থী দিল মোহাম্মদ এএফপিকে বলেন, মিয়ানমারের সেনারা প্রায়ই ফাঁকা গুলি ছুড়ে ভীতিকর পরিবেশ তৈরি করে। আমরা শুনেছি, সম্প্রতি তারা পার্শ্ববর্তী গ্রামেও আগুন দিয়েছে। উল্লেখ্য, রাখাইনে মিয়ানমারের সেনা অভিযানের কারণে প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। তারা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। এখনো বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে হাজারো রোহিঙ্গা। তারা দু’দেশের মধ্যবর্তী তম্ব্রু গ্রামে অবস্থান করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status