বাংলারজমিন

অল্পের জন্য রক্ষা পেলেন উপাধ্যক্ষ আবদুস শহীদ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:২৫ পূর্বাহ্ন

অল্পের জন্য বড় রকমের সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ এমপি। রোববার রাত সাড়ে ৮টার দিকে চা শ্রমিকদের জন্য শীতের গরম কাপড় ও কম্বল বিতরণের জন্য কমলগঞ্জে যাবারকালে শ্রীমঙ্গল উপজেলা শহরের ভানুগাছ সড়কের পানশী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনার কবলে পড়েন। অবশ্য এরপরও রাত ১০টায় উপাধ্যক্ষ শহীদ চা শ্রমিকের জন্য ৫ শতাধিক গরম কাপড় ও কম্বল রাতেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিতরণ করে বাসায় ফিরেন। সাবেক চিফ হুইপের ব্যক্তিগত সহকারী ইমাম হোসেন সোহেল বলেন,‘রোববার রাত সাড়ে ৮টার দিকে স্যার শ্রীমঙ্গল শহরের বাসা থেকে একটি প্রাইভেটকার যোগে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা-বাগানের শ্রমিকদের মাঝে কম্বল বিতরণের উদ্দেশ্যে রওয়ানা হন। তখন চিফ হুইপ স্যার ছিলেন প্রাইভেটকারের সামনে বসা। তিনি বলেন-‘আমাদের বহনকারী প্রাইভেটকারটি এগিয়ে দেয়ার জন্য শ্রীমঙ্গল থানা পুলিশের একটি ভ্যান আমাদের কারের সামনে ছিল। শহরের পানশী হোটেলের কাছে যাবার পরই হঠাৎ দ্রুতগামী একটি মোটরসাইকেল একপাশ থেকে পাথার হয়ে রাস্তায় উঠে আসে। তখন ওই মোটরসাইকেলটি বাঁচাবার জন্য বিপরীত দিক থেকে ছুটে আসা একটি সিএনজি জোরে ব্রেক করে। আর ওই সিএনজির যাত্রীদের বাঁচাতে গিয়ে পুলিশের ভ্যানও সজোরে ব্রেক দেয়। তখন পুলিশ ভ্যানের ১৫-২০ ফুট পেছনে থাকা আমাদের প্রাইভেটকারটি দ্রুত ব্রেক করার পরও চেঁচড়িয়ে গিয়ে চ্যাপটা হয়ে পুলিশ ভ্যানের নিচে গিয়ে চাপা লাগে। তখন স্যার মোবাইল ফোনে কথা বলছিলেন। এ ঘটনার পর পরই আশপাশের লোকজন ছুটে এসে প্রাইভেটকার থেকে স্যারসহ আমাদের উদ্ধার করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status